সুহানা নামের সঙ্গে জুড়ে এক অদ্ভুত সত্যি। বলিউডের বাদশা শাহরুখ খান চেয়েছিলেন তাঁর মেয়ের নাম রাখতে মন্নত। পাশাপাশি তাঁর সুহানা নামটাও পছন্দ ছিল। সুহানা শাহরুখের প্রথম সন্তান। গৌরী যখন অন্তঃসত্ত্বা, শাহরুখ মনে-মনে ঠিক করে রেখেছিলেন, কন্যা হলে তাঁর নাম তিনি দেবেন সুহানা কিংবা মন্নত। সুহানার জন্ম হয়। তারপর ঠিক হয়, তাঁর নাম হবে সুহানাই। আর মন্নত? এই নামটিও যে বড্ড প্রিয় ছিল কিং খানের।
সেই সময় সাগর পাড়ে বিরাট অট্টালিকা কিনেছিলেন শাহরুখ। কী নাম দেবেন ভেবে পাচ্ছিলেন না। শখের প্রাসাদের তাই নামকরণ করলেন ‘মন্নত’। এ কথা সত্যি, মন্নতকে সন্তানের মতোই আগলে রাখেন শাহরুখ। জানেন কি, শাহরুখের এই অট্টালিকার দেখভাল কে করেন? তা করেন শাহরুখের শাশুড়ি মা।
শাহরুখের স্ত্রী ইন্টিরিয়র ডিজ়াইনার গৌরী খান এক সাক্ষাৎকারে বলেছিলেন, “মন্নতের দেখভাল করেন আমার মা। দিল্লিতে আমি যখন থাকতাম, তখন সেখানে আমাদের আত্মীয়-স্বজনরা থাকত বাংলোতে। শাহরুখ প্রথমে মুম্বইয়ে থাকত পেন্ট হাউজ়ে। আমার মায়ের তা একেবারেই পছন্দ ছিল না। একটু পয়সা হতেই শাহরুখ মন্নত কিনে ফেলে। মাও দিব্যি খুশি। জামাইয়ের অট্টালিকা নিজে দেখভাল করতেন তিনি। আমরা হাজার একটা কাজে ব্যস্ত থাকি। একদম সময় দিতে পারি না। মা দিল্লি থেকে রিমোট কন্ট্রোলের সাহায্যে সবটা দেখভাল করেন।”