ফের বিয়ে করেন শ্রাবন্তীর এক্স স্বামী কৃষাণ ব্রজ; চিনুন তাঁর প্রাক্তনের বর্তমানকে…
Srabanti Chatterjee Ex Husband: প্রথম স্বামী পরিচালক রাজীব বিশ্বাসের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সেই বিয়ে ভেঙে যায় ১৬ বছর সংসার করার পর। বিয়ে ভেঙে যাওয়ার পরের বছরই অবাঙালি সুপার মডেল কৃষাণ ব্রজকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছিলেন শ্রাবন্তী। জাঁকজমকভাবে বিয়ে করেছিলেন তাঁরা। বছর ঘুরতে না ঘুরতেই সেই বিয়েও ভেঙে যায়।
ফের বিয়ের পিঁড়িতে বসেছিলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের দ্বিতীয় স্বামী কৃষাণ ব্রজ। তাঁকে ভালবেসে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। সেই বিয়ে টিকে ছিল মাত্র কয়েকটা মাস। তারপর বিচ্ছেদ হয়ে যায়। শ্রাবন্তীর দ্বিতীয় বিয়ে ভাঙার পর আলোচনা হয়েছিল সামাজিক মাধ্যমে। কৃষাণ ব্রজ একজন সুপারমডেল। মূলত মুম্বইতেই কাজ করেন তিনি। অবাঙালি। বেশকিছু নামীদামি কোম্পানির মুখ তিনি। সেই কৃষাণ ব্রজ শ্রাবন্তীকে ভুলে এবার ফের বিয়ের পিঁড়িতে বসেছেন। কাকে বিয়ে করলেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী? চিনুন অভিনেত্রীর প্রাক্তনের বর্তমানকে…
কৃষাণ ব্রজ যাঁকে বিয়ে করেছেন তাঁর নাম আর্শিয়া সিনহা। ২০২৩ সালের জানুয়ারি মাসে পরিবারের সকলের সম্মতিতে এবং উপস্থিতিতে আর্শিয়াকে আংটি পরিয়েছিলেন কৃষাণ ব্রজ। তারপর চার হাত এক হয় তাঁদের। সম্প্রতি তাঁদের বিয়ের সমস্ত ছবি প্রথম শেয়ার করেছেন কৃষাণ ব্রজই। দেখা যাচ্ছে, নবদম্পতির পরনে মানানসই সাদা পোশাক। কৃষাণ ব্রজ করেছেন সাদা শেরওয়ানি এবং আর্শিয়ার পরনে সোনালি জড়ি বসানো সাদা শিফনের শাড়ি। মাথায় তাঁর লাল দোপাট্টা। নবদম্পতির বিয়ের ছবিতে ভালবাসার কিছু কথা লিখেছেন কৃষাণ ব্রজ। যা পড়লে মন ছুঁয়ে যাবে। তিনি লিখেছেন, “আমার চিরন্তন ভালোবাসা, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত…”। ছবি শেয়ার হতেই চারিদিক থেকে শুভেচ্ছাবার্তা ধেয়ে এসেছে কৃষাণ-আর্শিয়ার দিকে। দেখে বোঝাই যাচ্ছে কৃষাণের নতুন জীবন নিয়ে অনেকেই বেশ খুশি।
বহু বছর আগে বাঙালি বাণিজ্যিক ছবির পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে ১৬ বছর বিবাহিত জীবন কাটিয়েছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। রাজীবের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলেছিলেন শ্রাবন্তী। সেই বিয়ে ভেঙে যায়। বিয়ে ভেঙে যাওয়ার পর কৃষাণ ব্রজকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছিলেন শ্রাবন্তী। জাঁকজমকভাবে বিয়ে করেছিলেন তাঁরা। বছর ঘুরতে না ঘুরতেই সেই বিয়ে ভেঙে যায়। শ্রাবন্তী তৃতীয় বিয়ে করেছিলেন বিমানকর্মী রোশন সিংকে। তৃতীয় বিয়েটাও টেকেনি। এখন শোনা যাচ্ছে, পরিচালক শুভ্রজিৎ মিত্রর সঙ্গে ভালবাসার বন্ধনে জড়িয়েছেন টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির এই সুন্দরী এবং প্রতিভাবান অভিনেত্রী।