AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অভিমানে করেছিলেন আত্মহত্যার চেষ্টা, ফেডারেশনের সহযোগিতায় আবারও কাজে তনুশ্রী

সেই সময় বারবার ফেডারেশনের সভাপতি বলেছিলেন বিষয়টি তাঁরা দেখছেন। এরপরই সবটা খোলসা করলেন অভিযোগকারী নিজে। শনিবার সন্ধ্যায় স্যোশাল মিডিয়ায় সেই  হেয়ার ড্রেসার গিল্ডের সঙ্গে বসে একটি লাইভ সম্প্রচারে বলেন, ভুল বোঝাবুঝির কারণেই তিনি একটি চরম ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, যেটা আলোচনা করলেই মিটে যেত।

অভিমানে করেছিলেন আত্মহত্যার চেষ্টা, ফেডারেশনের সহযোগিতায় আবারও কাজে তনুশ্রী
| Edited By: | Updated on: Nov 09, 2025 | 1:30 PM
Share

এক বছর আগের খবর। গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন হেয়ার স্টাইল গিল্ডের এক সদস্যা, তাঁর অভিযোগ ছিল, তিনি কাজ পাচ্ছেন না। সেই জল থানা-পুলিশ ছাপিয়ে আদালতে পৌঁছে যায়। তবে সেই অভিমান এবার কাটল। আবেগের বসে নেওয়া চরম সিদ্ধান্ত কেবলই ভুল বোঝা থেকেই, স্পষ্ট করলেন তিনি। সেই ভুল বোঝা থেকে বেরিয়ে এসে এক সঙ্গে মিলে কাজের বার্তা দিলেন সেই সদস্যা। স্যোশাল মিডিয়ায় গিল্ডের বাকি সদস্যদের পাশে বসেই তিনি জানালেন, ভুল বোঝাবুঝির কারণেই সমস্যা তৈরি হয়েছিল। তিনি একটি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। তবে ফেডারেশনের সভাপতির সহযোগিতায় সমস্যা মিটে গিয়েছে, আজ তিনি সবার সঙ্গে মিলেমিশে কাজ করছেন।

বছর খানেক আগেই একটি অডিও ক্লিপ ভাইরাল হয়, যেখানে শোনা যায় হেয়ার ড্রেসার (তনুশ্রী দাস) গিল্ডের ষড়যন্ত্রে কাজ হারাচ্ছেন। হতাশার ডুবে যাচ্ছেন, বাজারে দেনার দায়ে মুখ দেখাতে পারছেন না, তাই তিনি গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এই কথা জানাজানি হতেই টলিপাড়ার বহু শিল্পী পরিচালক হাসপাতাল ছোটেন। সেখান থেকেই ফেডারেশনের বিরুদ্ধে অসহযোগিতা, থ্রেট কালচার এমন নানা অভিযোগ ওঠে।

তবে সেই সময় বারবার ফেডারেশনের সভাপতি বলেছিলেন বিষয়টি তাঁরা দেখছেন। এরপরই সবটা খোলসা করলেন অভিযোগকারী নিজে। শনিবার সন্ধ্যায় স্যোশাল মিডিয়ায় সেই  হেয়ার ড্রেসার গিল্ডের সঙ্গে বসে একটি লাইভ সম্প্রচারে বলেন, ভুল বোঝাবুঝির কারণেই তিনি একটি চরম ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, যেটা আলোচনা করলেই মিটে যেত। এই কারণে তাঁর শারীরিক সমস্যা দেখা দিয়েছে। তবে ফেডারেশনের সভাপতির তত্ত্বাবধানে ও হেয়ার ড্রেসার গিল্ডের সহযোগিতায় আজ তিনি কাজ করছেন, সমস্যা মিটে গিয়েছে। তিনি কোর্টের থেকে অভিযোগ তুলে নিয়েছেন। গিল্ডের সঙ্গে মিলেমিশেই কাজ করবেন।

টলিপাড়ার বিভিন্ন গিল্ডের বেশিভাগ সদস্যরাই সোশ্যাল মিডিয়ায় এসে তাঁদের ভুল বোঝাবুঝি স্বীকার করে সমস্যা মিটে যাওয়ার কথা জানিয়েছেন। প্রসঙ্গত, পরিচালক গিল্ড থেকে প্রযোজক গিল্ড বা বিভিন্ন অভিনেতারা ফেডারেশনের আহ্বানে বিজয়া সম্মিলনীতে অংশ নেয়। সব ভালই চলছিল। তবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আবার দেখা গেল ফেডারেশনের বহু সদস্যদের সঙ্গে সভাপতির অনুপস্থিতি। এই বিষয়ে স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করলেও তিনি কোনও মন্তব্য করতে চাননি। প্রতিবছর সিনে আড্ডার তদারকি করলেও এবার অনুপস্থিত ছিলেন তিনি।

একদিকে যেমন ফেডারেশনের বিভিন্ন গিল্ডের সমস্যা মিটে যাওয়ার চিত্র, অন্যদিকে সরকারি আয়োজনে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফেডারেশনের অনুপস্থিতি ঘটনা প্রবাহ, এবার জল কোনদিকে গোড়ায় নজর থাকবে চলচ্চিত্র উৎসবে। এখনও উৎসব চলবে বেশ কয়েকদিন।