Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TV9 EXCLUSIVE: আমিই সেই কালো ছেলে, ‘চিনেবাদাম’ ছবিতে যাকে নিয়ে এত কথা: আরিয়ান

Tollywood: ব্ল্যাক গাই বিতর্কে উত্তাল টলিউড। যশ-এনার ছবির টাইটেল ট্র্যাকে এক কালো ছেলেকে নাচ করানো নিয়ে নাকি অসন্তোষ প্রকাশ করেছিলেন যশ, জানিয়েছিলেন পরিচালক শিলাদিত্য মৌলিক। টিভিনাইন খুঁজে পেল সেই 'কালো ছেলে'কে যাকে নিয়ে এত চর্চা। কী বললেন তিনি?

TV9 EXCLUSIVE: আমিই সেই কালো ছেলে, 'চিনেবাদাম' ছবিতে যাকে নিয়ে এত কথা: আরিয়ান
গ্রাফিক্স- অভীক দেবনাথ।
Follow Us:
| Updated on: Jun 13, 2022 | 6:02 PM

আমি আরিয়ান। বাবা নাম দিয়েছিল করণ। আপনারা আমায় চেনেন না। বা হয়তো চেনেন। তবে নামে নয়, ‘ব্ল্যাক গাই’ হিসেবে। ওই যে ‘চিনেবাদাম’ ছবির টাইটেল ট্র্যাকে যে ছেলেটি নেচে যাচ্ছে, ওটি আমিই। অথচ জানেন আমার ছবিটিতে নাচের কথাই ছিল না। আমি তো এসেছিলাম কোরিওগ্রাফি করতে। হঠাৎ করেই বদলে গেল সব। আর তারপরেই আমায় নিয়ে এত কথা।

রাহুলদা (নৃত্য পরিচালক) এই ছবিতে কোরিওগ্রাফি করার সুযোগ পায়। আমি এসেছিলাম রাহুলদার সঙ্গে। বাকি শিল্পীদের কোরিওগ্রাফি করছিলাম। হঠাৎ করেই জানতে পারি আমাকেও নাচতে হবে। এসে বলা হয় এটা নাকি পরিচালকের ইচ্ছে। আমি তো ভাল পোশাক পরেও যাইনি। মেক-আপও ছিল না। কিছুই ছিল না সঙ্গে। আমায় ভাল কস্টিউম দেওয়া হয়। মেক-আপ করানো হয়। টুপি পরিয়ে, চশমা পরিয়ে বেশ ভালভাবে সাজানো হয় আমায়। আমি তো ভীষণ খুশি। বন্ধুরা পাশেই বসে ছিল। ওরাও সবাই মিলে আমায় তখন উৎসাহ দিয়ে যাচ্ছে।

ক্রমে শটের সময় এল। বেলা আড়াইটে। আমি শুরু করলাম নাচতে। সবাই হাততালি দিচ্ছিল। শিলাদিত্যদা চেয়ার থেকে উঠে জড়িয়ে ধরল। বেশ অনেকক্ষণ ধরে নাচ করলাম। সবাই তখন বলছে, ‘নেচে যা, কী ভাল লাগছে’। ভাল ভাবে শুট শেষ করে খুশি সমনে ফিরলাম আমার খন্নার বাড়িতে। প্রোডাকশন থেকে গাড়িও দিয়েছিল সে দিন।

কিন্তু দু’দিন আগেই দেখলাম সব কেমন যেন হয়ে গেল। আমি তো জানতামই না। এক বন্ধু এসে মজা করে বলল, “কী রে ভাই তুই তো হিরো হয়ে গিয়েছিস।” আমি তো এইভাবে হিরো হতে চাইনি। দেখলাম আমায় নিয়ে কত খবর বেরিয়েছে। লেখা হয়েছে যশদা বলেছেন, “কেন এই কালো ছেলেটা সামনে নাচছে?” ছোট থেকে নাচ শিখেছি। নাচ আমার সব কিছু। সত্যি যশদা এরকম বলেছেন কি না জানি না, কিন্তু গায়ের রঙ আমার পরিচয় হয়ে উঠুক, এমনটা কখনওই চাইনি আমি। আমি চুপ করে গিয়েছিলাম। সোশ্যাল মিডিয়াতেও কিছু বলিনি। TV9 বাংলার মাধ্যমেই প্রথম বলছি কথাগুলো। আমি কালো, জন্ম থেকেই বেশ কালো। তা নিয়ে কিন্তু আমার কোনও কষ্ট নেই, কোনও অনুশোচনা নেই। আমার শক্তি আমার নাচ। নাচকেই ভালবেসেছি ছোট থেকে। চেয়েছি সেটিকেই আমার অস্ত্র বানাতে। মাঝে নাচ ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আবারও নাচ নিয়েই এগনোর কথা ভেবেছি আমি। আমি খারাপ নাচি… এরকমটা কেউ বলেনি আজ অবধি। সেটা নিয়ে সমালোচনা করলে হয়তো কিছুই বলার ছিল না। কিন্তু আমি দেখতে কেমন, রঙ কী… এগুলো কখনওই আমার পরিচয় হতে পারে না।

শুনলাম যশদা সিনেমাটির সঙ্গে আর যুক্ত নেই। তাঁর কারণ কি আমি? আমি নেচেছি বলেই কি তিনি সরে গেলেন? এত কিছু আমি জানি না। কিন্তু আমি চাই আবারও যশদা এই সিনেমার সঙ্গে যুক্ত হোন। সবাই কত কষ্ট করে কাজ করেছে। কত পরিশ্রম। যশদা নিজেও তো রাতদিন পরিশ্রম করেছেন এই ছবির জন্য। একদম অন্যরকমের গল্প। তা লোকের কাছে ঠিকভাবে পৌঁছবে না, এমনটা কিন্তু আরিয়ান চায়নি। ব্যস, এইটকুই বক্তব্য ছিল আরিয়ান সিংয়ের, থুড়ি, এই ‘ব্ল্যাক গাইয়ের’।