AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dev: ব্যোমকেশ লুক সেট ঠিক কতটা চ্যালেঞ্জিং ছিল? অন্দরমহলের কাহিনি সামনে আনলেন দেব

Byomkesh: দেব চেয়েছিলেন চেনা ব্যোমকেশের ছকটা ভেঙে দিতে। চশমাটাও চেয়েছিলেন না পরতে। কিন্তু ব্যোমকেশ লুকের জন্য ঠিক যে ছবিটা পরিকল্পনা করেছিলেন দেব ও তাঁর টিম, তাতে চমশাটা না থাকলে, মুখটা ঠিক মানাচ্ছিল না।

Dev: ব্যোমকেশ লুক সেট ঠিক কতটা চ্যালেঞ্জিং ছিল? অন্দরমহলের কাহিনি সামনে আনলেন দেব
| Edited By: | Updated on: Jul 23, 2023 | 11:52 AM
Share

ব্যোমকেশ ও দুর্গরহস্য ছবি নিয়ে এখন ব্যস্ত অভিনেতা দেব। আর মাত্র কয়েকটা দিন। ইতিমধ্যএই ছবির ট্রেলার সকলের নজর কেড়েছে। দেবকে ব্যোমকেশ লুকে ঠিক কেমন মানাবে, ছবির খবর সামনে আসার পর থেকেই তা নিয়ে চর্চা ছিল তুঙ্গে। তবে সাবেকি লুকে মেনে কিংবা অন্যদের কপি করতে চাননি দেব। তিনি নিজস্ব এক লুক তৈরি করতে চেয়েছিলেন বলেই স্পষ্ট জানিয়ে দেন। তবে এই লুক সেট অধ্যায় মোটেও খুব একটা সুখকর ছিল না। সেই অন্দরমহলের কাহিনি এবার প্রকাশ্যে আনলেন খোদ অভিনেতা। যা ঝড়ের গতিতে ভাইরাল হয়। সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ঝড় তুলেছিলেন দেব ব্যোমকেশ লুকে। তবে অতীতে এক সাক্ষাৎকারে দেব জানিয়েছিলেন, তিনি নানাভাবে ব্যোমকেশ লুক তৈরি করতে চেয়েছিলেন।

দেব চেয়েছিলেন চেনা ব্যোমকেশের ছকটা ভেঙে দিতে। চশমাটাও চেয়েছিলেন না পরতে। কিন্তু ব্যোমকেশ লুকের জন্য ঠিক যে ছবিটা পরিকল্পনা করেছিলেন দেব ও তাঁর টিম, তাতে চমশাটা না থাকলে, মুখটা ঠিক মানাচ্ছিল না। সেই কারণেই তিনি চশমাটা পরেন। নয়তো অতীতে তিনি কোনও চরিত্রের জন্যই চশমা ব্যবহার করেননি বলেও দাবি করেন। ব্যোমকেশ ছবি দর্শকদের ভাল লাগবে বলেই এদিন দাবি করেন দেব। তবে এই লুক সেটের দিন দেব ঠিক কতটা চ্যালেঞ্জ নিয়েছিলেন তা এবার সকলের সামনে।

কেবল দেবই নন, পাশাপাশি রুক্মিনী মৈত্রের লুক সেটও এদিনই হয়েছিল। দেব প্রথম থেকেই নিজের কাজে যথেষ্ট সচেতন। তিনি প্রতিটা মুহূর্তে চেয়েছিলেন তাঁর চরিত্রকে যেন সেভাবে কেউ কারও সঙ্গে তুলনা না করেন। তাঁর কথায় অতীতে অনেকেই ছিলেন যাঁরা এই চরিত্রে অভিনয় করেছিলেন। তবে তিনি তাঁদের অনুসরণ বা অনুকরণ, কোনওটাই করতে চাননি। তাই দেবের অনুরোধ যাঁরা ছবি দেখবেন, ভাল খারাপ সবটা নিয়েই যেন আলোচনা হয়। ১১ অগাস্ট মুক্তি পেতে চলেছে এই ছবি।