Ditipriya Roy Exclusive: ‘রানি রাসমণী’ করার সময়ই এই প্রস্তাব পেয়েছিলাম, সৃজিতের সঙ্গে ছবি নিয়ে কী বললেন দিতিপ্রিয়া

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 02, 2023 | 12:28 PM

Tollywood: যদিও সৃজিত মুখোপাধ্যায়ের ফ্রেমে এই প্রথম নন দিতিপ্রিয়া। তিনি রাজ কাহিনিতে এক ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলেন। তখন থেকেই দিতিপ্রিয়াকে নিয়ে ছবির পরিকল্পনা ছকে ফেলেছিলেন পরিচালক।

Ditipriya Roy Exclusive: রানি রাসমণী করার সময়ই এই প্রস্তাব পেয়েছিলাম, সৃজিতের সঙ্গে ছবি নিয়ে কী বললেন দিতিপ্রিয়া

Follow Us

জয়িতা চন্দ্র 

দিতিপ্রিয়া রায়, ছোট থেকেই নিজের অভিনয় দক্ষতায় তাক লাগিয়েছেন বারংবার। দর্শকদের নজর কেড়েছেন রাতারাতি। ছোট্ট কয়েকটি চরিত্রের পরই পর্দায় তাঁর আবির্ভাব রানি রাসমণী লুকে। প্রথমিকভাবে কথা ছিল তিনি রানিমার শৈশবের চরিত্রটুকু করবেন। তবে দর্শকদের দাবিতে সরানো যায়নি তাঁকে। আট থেকে আশি, বয়সের সঙ্গে সঙ্গে পরিণত আভিনয়ে সকলকে চমকে দিয়েছিলেন তিনি। তখনই পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নজরে আসে দিতিপ্রিয়া। রানি রাসমণী করার মাত্র দেড় বছরের মাথায় পরিচালকের থেকে ডাক পেয়েছিলেন দিতিপ্রিয়া। প্রস্তাব পেয়েছিলেন আরও এক বায়োপিকের। স্বাধীনতা সংগ্রামের অগ্নিকন্যা বীণা দাসের ভূমিকায় এবার অভিনয় করবেন তিনি।

যদিও সৃজিত মুখোপাধ্যায়ের ফ্রেমে এই প্রথম নন দিতিপ্রিয়া। তিনি রাজ কাহিনিতে এক ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলেন। তখন থেকেই দিতিপ্রিয়াকে নিয়ে ছবির পরিকল্পনা ছকে ফেলেছিলেন পরিচালক। এরপর দীর্ঘ আট বছরের অপেক্ষা। তারপর আবারও সামনে উঠে এল এই ছবির খবর।

ছবি প্রসঙ্গে TV9 বাংলাকে দিতিপ্রিয়া বললেন, ‘প্রজেক্টটা নিয়ে অনেকদিন ধরেই কথাবার্তা চলছে। কিছুদিন আগে একটা আউট লাইন পাওয়া গিয়েছিল। হচ্ছে হবে এমন একটা বিষয়। তারপর দেখলাম সৃজিতদা নিজেই সবটা সামনে এনেছেন। সেটা শুনে বেশ ভাল লাগল। খুবই ইন্টেরেস্টিং একটা চরিত্র, এমন মহীয়োসি নারীর একটা চরিত্র, ফলে অনেক বেশি চ্যালেঞ্জের। তাই সব মিলিয়ে ভীষণ উৎসাহী। এখনও যদিও চুরান্ত সবটা জানতে পারিনি, কবে থেকে কী হবে, তবে যদি সব ঠিক থাকে, চলতি বছর ডিসেম্বর কিংবা আগামী বছর জানুয়ারিতে ছবির কাজ শুরু হবে। আমি যে ধরনের কাজ পছন্দ করি, বা যে ধরনের গল্প আমি বেশি নজরে রাখি, সেগুলো একটু অন্যস্বাদের। এই গল্পটার কথা আমি শুনি যখন আমি রাসমণী করছি। রাসমণীর দেড় বছরের মাথায় সৃজিতদা আমায় এই প্রস্তাবটা দিয়েছিলেন। এটা নিয়ে অনেকদিন ধরে প্ল্যান চলছে। অবশেষে এটা প্রকাশ্যে এসেছে, শুনছি কাজ হবে। তবে বাকি সিদ্ধান্তটা অবশ্যই ক্যাপ্টেন অব দ্য শিপ অর্থাৎ ডিরেক্টর মহাশয়ই আরও ভাল বলতে পারবেন।’