AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dev: ‘ট্রোলিং আমায় এগিয়ে যেতে সাহায্য করে’, ব্যোমকেশ প্রসঙ্গে অকপট দেব

Tollywood Gossip: পর্দায় অভিনীত চরিত্রকে ঘিরে অভিনেতাদের বারবার কটাক্ষের শিকার হতে হয় বারবার। ট্রোলিং সেলেবদের নিত্য সঙ্গী। তবে এই ট্রোলিংকে এড়িয়ে যাওয়া নয়, বরং ট্রোলিং সঙ্গে নিয়েই চলতে পছন্দ করেন দেব।

Dev: 'ট্রোলিং আমায় এগিয়ে যেতে সাহায্য করে', ব্যোমকেশ প্রসঙ্গে অকপট দেব
| Edited By: | Updated on: Jul 17, 2023 | 4:02 PM
Share

টলিউডের নতুন ব্যোমকেশ দেব? প্রথম শোনায় অনেকেই হয়তো এই সত্যি স্বীকার করতে পারেননি। বিশ্বাও করতে পারেননি কেউ কেউ। অপর এক শ্রেণী আবার প্রথমেই শুনিয়ে দিয়েছিলেন রায়। দেবকে ব্যোমকেশ লুকে একে বারেই মানাবে না। এমন ছবি অভিনতাদের ক্ষেত্রে নতুন নয়। তাঁদের পর্দায় অভিনীত চরিত্রকে ঘিরে অভিনেতাদের বারবার কটাক্ষের শিকার হতে হয় বারবার। ট্রোলিং সেলেবদের নিত্য সঙ্গী। তবে এই ট্রোলিংকে এড়িয়ে যাওয়া নয়, বরং ট্রোলিং সঙ্গে নিয়েই চলতে পছন্দ করেন দেব। তাঁর কথায়, ট্রোলিং না থাকলে তাঁর নিজেকে তৈরি করার এই যেদ কখনই তাঁকে তাড়িয়ে নিয়ে বেড়াত না। সম্প্রতি ব্যোমকেশ ও দুর্গরহস্যর টিজ়ার মু্ক্তিতে এসে এমনটাই সাফ জানিয়ে দিলেন দেব।

ট্রোলিং নিয়ে প্রশ্ন করতে ঠিক কী উত্তর দিলেন অভিনেতা? 

আমার সমালোচনা ভাল লাগে। আমার কোথাও গিয়ে যেন মনে হয়, এটা আমায় অনুপ্রেরণা যোগায়। আমায় রাতে ঘুমতে দেয় না। কোথাও যেন গিয়ে মনে হয়, ‘নাহ্ এখনও অনেকটা পরিশ্রম করা বাকি’। আমার মনে হয়, ব্যোমকেশ যদি একটুও কারও ভাল লেগে থাকে (মুক্তির পর), আমি সমস্ত কৃতজ্ঞা স্বীকার করব, যারা বলেছিল ‘দেবকে ব্যোমকেশ মানাবে না তাঁদের দিতে চাই’। তাঁরা আমায় অনুপ্রেরণা যুগিয়েছে। তখন আমার মনে হয়েছে, ‘নাহ্ জীবনে সব কিছু সহজ হলে, জীবনটা সহজ হয় না, অন্তত আমার কাছে’। তাই আমার মনে হয় আমি সমালোচনা ভালবাসি। নিজেকে সঠিক করার চেষ্টা করি। এটা তো ঠিকই। সবটা যে একজন ভাল করবে, এর তো কোনও মানে নেই। আমি খুব পরিশ্রমী মানুষ। তাই কোথাও গিয়ে আমার মনে হয়েছে, তাঁরা যদি সমালোচনা না করত, তাঁরা যদি না বলত, ‘না, দেবকে ব্যোমকেশ কোনও দিনও মানাবে না’, আজকে এই জায়গায় আমি পৌঁছতে পারত না।