AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mithun Chakraborty: মেয়ের প্রসঙ্গ আসতেই ঝরঝর করে কেঁদে ফেললেন মিঠুন, ‘বাবা হওয়া কি এতই সহজ?’

Mithun Chakraborty : মিঠুন চক্রবর্তীর মেয়েকে চেনেন? নাম দিশানী চক্রবর্তী। না মিঠুনের সঙ্গে রক্তের সম্পর্ক নেই তাঁর। তিনি মিঠুনের দত্তক কন্যা। তবু তিনি মিঠুনের সবচেয়ে কাছের।

Mithun Chakraborty: মেয়ের প্রসঙ্গ আসতেই ঝরঝর করে কেঁদে ফেললেন মিঠুন, 'বাবা হওয়া কি এতই সহজ?'
মেয়ের সঙ্গে মিঠুন।
| Edited By: | Updated on: Sep 02, 2023 | 6:37 PM
Share

মিঠুন চক্রবর্তীর মেয়েকে চেনেন? নাম দিশানী চক্রবর্তী। না মিঠুনের সঙ্গে রক্তের সম্পর্ক নেই তাঁর। তিনি মিঠুনের দত্তক কন্যা। তবু তিনি মিঠুনের সবচেয়ে কাছের। মিঠুন তাঁকে তাঁর নিজের সন্তানের থেকেও বেশি ভালবাসে। এবার মেয়েকে নিয়ে কথা বলতে গিয়েই ঝরঝর করে কেঁদে ফেললেন মিঠুন। রিয়ালিটি শো’ডান্স বাংলা ডান্স’-এ এই মুহূর্তে বিচারকের ভূমিকায় রয়েছেন তিনি। সেখানেই এক প্রতিযোগী কনকাঞ্জলি প্রসঙ্গ নিয়ে একটি নাচ প্রদর্শন করেন। হিন্দু শাস্ত্র অনুযায়ী, বিবাহের পর হাতে চাল নিয়ে তা মায়ের কাছে দিয়ে মেয়েরা বাবা-মায়ের ‘ঋণশোধ’ করে থাকেন– এ প্রথা বহুদিন ধরে চলে আসছে। মেয়ের কষ্ট, বাবা মায়ের অসহায়তাই ফুটে ওঠে ওই নাচের মধ্যে দিয়ে।

এরপরেই শো-র অন্যতম বিচারক শ্রাবন্তী চট্টোপাধ্যায় মিঠুনকে প্রশ্ন করেন, “এমজি তোমার সঙ্গে তোমার মেয়ের কেমন সম্পর্ক?” সেই কথা বলতে গিয়েই গলা ধরে আসে মিঠুনের। সেই ধরা গলাতেই তিনি সম্ভবত মেয়েকে বিয়ে দেওয়া ও বিদায়ের কথা মনে করে কার্যত কাঁদতে কাঁদতে বলে ফেলেন, ” যেদিন হবে সেদিন আমি আর আমার স্ত্রী দু-জনেই মারা যাব”। এর পরেই চোখ দিয়ে জল গড়াতে তাঁকে তাঁর। শ্রাবন্তীর চোখও তখন জলে ভরে উঠেছে। ভিডিয়োটি প্রকাশ পেতেই চোখে জল ভক্তদেরও। মন্তব্যে বক্সে তাঁরা লিখেছেন, “যত বড়ই সুপারস্টার হন না কেন? দিনের শেষে তিনিও তো একজন বাবাই।” মিঠুন কন্যা দিশানী কিন্তু খুব সুন্দরী। ইনস্টাগ্রামেও রয়েছে প্রায় এক লক্ষ অনুরাগী। মার্কিন মুলুকে এই মুহূর্তে পড়াশোনা করছেন তিনি। ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, বাবা-দাদাদের মতো ফিল্মি দুনিয়াতেই নাম লেখাতে চান তিনি।