Prosenjit Chatterjee: মনভোলানো হাসি তাঁর ঠোঁটে, জীবনে পার্থক্য আনতে পরামর্শ দিলেন ‘বুম্বাদা’
কিছুদিন আগে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি থ্রোব্যাক ছবি পোস্ট করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
‘ফাদার্স ডে’-তে টলিউডের ‘দ্য ইন্ডাস্ট্রি’ বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছোটবেলার এক ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন—‘আমার প্রথম দিনের শুটিং থেকে আজ পর্যন্ত, তুমি আমাকে যা শিখিয়েছ তা আমার কাছে অত্যন্ত মূল্যবান। ভাল থেকো বাপি।’ বাবার থেকে অনেক কিছু শিখেছিলেন টলিউডের প্রথম সারির অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার মধ্যে অন্যতম বোধহয় পজিটিভ থাকা। শত টানাপড়েন কিংবা উতরাই চরাইয়ের মধ্যেও একবারের জন্যেও ভেঙে না পড়া কিংবা হাল ছেড়ে না দেওয়া। এমন সময় ‘স্টে পজিটিভ, থিঙ্ক পডিটিভ’-এর সত্যিকারের অর্থ বুম্বাদা ছাড়া আরে কেই বা জানে।
আজ সোমবার আবার তাঁর ফ্যানদের মনে করিয়ে দিলেন সেই পজিটিভ থাকার কথা। নিজের ক্যনডিজ ছবি পোস্ট করে প্রসেনজিৎ লেখেন, ‘আপনার জীবনে একটা বড় পার্থক্য আসে, যখন আপনি পজিটিভ থাকেন।’
কিছুদিন আগে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি থ্রোব্যাক ছবি পোস্ট করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবির ক্যাপশনে প্রসেনজিৎ লেখেন, ‘বাঙালি ও ফুটবল’। হ্যাশট্যাগে রয়েছে ‘ফ্ল্যাশব্যাক ফ্রাইডে’। এ ছবি নতুন নয়। বাবার সঙ্গে ফুটবল খেলছে ছেলে তৃষাণজিৎ। ছোট তৃষাণজিৎকে দেখে বোঝা যাচ্ছে, এটা তাঁর কয়েক বছর আগের ছবি। এখন সে লম্বায় প্রায় বাবার সমান।
View this post on Instagram