Ritwick Chakraborty: ‘পোস্টটা করার সময় ঐন্দ্রিলার কথা মাথায় ছিল না’, সাফাই নয়, কড়া জবাব ঋত্বিকের
Social Media Post: ঐন্দ্রিলার জন্য সবাই মন থেকে প্রার্থনা করছেন,করবেনও। চাইলে ফেসবুকেও করুন। আমাদের সবার চাওয়া সবাই তার জীবনের স্বাভাবিক ছন্দে ফিরে আসুক।

গত ২৪ ঘণ্টায় তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। ঐন্দ্রিলা শর্মার স্বাস্থ্যের অবস্থা বর্তমানে কেমন তা জানতে মরিয়া সকলেই। প্রার্থনা করছেনও সকলে একযোগে। কেউ করছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট, সাহস দিচ্ছেন সব্যসাচীকে, কেউ আবার অন্তর থেকে করছেন প্রার্থনা। এমনই সময় সোশ্যাল মিডিয়ায় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী লিখলেন- অনেককেই দেখি নানা কারণে ফেসবুকে প্রার্থনা করেন। কিন্তু যার কাছে প্রার্থনা করা হয় তিনি ফেসবুক করেন তো! এর পর থেকেই পাল্টে যেতে থাকে সোশ্যাল মিডিয়ার চেনা ছবি। একের পর এক পোস্টে ভরে উঠতে থাকে নেটদুনিয়ার পাতা। চরম কটাক্ষের শিকার হতে হয় অভিনেতাকে। রাত পোহাতেই অভিনেতা নিজের মন্তব্যকে আরও ভেঙে বুঝিয়ে বলেন। সোশ্যাল মিডিয়া কি আদেও সঠিক জায়গা?
কমেন্ট বক্সে উঠল ঝড়, ঋত্বিকের উদ্দেশে নানা মন্তব্য সেখানে জায়গা করে নেয়। কেউ খারাপ সময়ের কথা উল্লেখ করে জানালেন মানুষের পাশে দাঁড়ানো ভরসা দেওয়ার এটাও একটা মাধ্যম, কেউ আবার জানালেন, খারাপ দিন এলে তবেই বুঝতে পারবেন। সেই মর্মেই অভিনেতা লিখলেন- কাল একটা পোস্ট করেছিলাম,পরে কমেন্ট দেখে বুঝলাম অনেকেই লেখাটাকে ঐন্দ্রিলার সঙ্গে সম্পর্কিত বলে মনে করেছেন। আমার বিপদের দিনের জন্য অপেক্ষা করবেন বলেও বলেছেন। পোস্টটা করার সময় ঐন্দ্রিলার কথা মাথায় ছিল না। পরে বুঝলাম থাকলে ভালো হতো ৷ যাদের দুঃখ দিলাম, দুঃখিত। মার্জনা করবেন।
এখানেই শেষ নয়, তিনি আরও লেখেন,- আসলে ঈশ্বরের কাছে প্রার্থনা করার মাধ্যম হিসাবে ফেসবুকের পাবলিক পোস্ট কেমন? বা প্রার্থনার ডকুমেন্টেশান রেখে দেওয়ার তাগিদ অনেকের মধ্যে অনেক দিন ধরেই দেখছি বলে কথা গুলো মাথায় এসেছে। ঐন্দ্রিলার জন্য সবাই মন থেকে প্রার্থনা করছেন,করবেনও। চাইলে ফেসবুকেও করুন। আমাদের সবার চাওয়া সবাই তার জীবনের স্বাভাবিক ছন্দে ফিরে আসুক। যদিও এই নিয়ে কোনও কমেন্ট সামনে আসতে দেখা গেল না। তবে অভিনেতা সোশ্যাল মিডিয়া মাধ্যম প্রসঙ্গে মন্তব্য করতে গিয়েই যে এই বক্তব্য রেখেছিলেন, তা একপ্রকার স্পষ্ট করে দিলেন। যদিও তিনিও শেষে ঐন্দ্রিলার জন্য প্রার্থনা করতে ভুললেন না।





