AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Saayoni Ghosh: লড়াইয়ে নেমেছি, দু’টাকার কমেন্ট আমাকে থামাতে পারবে না: সায়নী ঘোষ

Saayoni Ghosh: ইডির তলব, নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে তাঁর। হাজিরা দিতে হয়েছে সিজিও কমপ্লেক্সেও। তাঁকে নিয়ে নানা আলোচনা। তিনি অর্থাৎ তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ। অতীতে এমন কিছু মন্তব্য তিনি করেছিলেন যা নিয়ে আজও শুনতে হয় নানা কটাক্ষ।

Saayoni Ghosh: লড়াইয়ে নেমেছি, দু'টাকার কমেন্ট আমাকে থামাতে পারবে না: সায়নী ঘোষ
সায়নী ঘোষ।
| Edited By: | Updated on: Sep 24, 2023 | 5:35 PM
Share

ইডির তলব, নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে তাঁর। হাজিরা দিতে হয়েছে সিজিও কমপ্লেক্সেও। তাঁকে নিয়ে নানা আলোচনা। তিনি অর্থাৎ তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ। অতীতে এমন কিছু মন্তব্য তিনি করেছিলেন যা নিয়ে আজও শুনতে হয় নানা কটাক্ষ। ইডির ডাক পাওয়ার পর থেকেই সেই কটাক্ষের পরিমাণ বেড়েছে আরও। রাজনৈতিক মহল থেকে শুরু করে টলিউডের অন্দর, ফেসবুক থেকে ইনস্টাগ্রাম তাঁকে নিয়ে চলতেই থাকে হাজারও আলোচনা। সায়নী অবশ্য তাতে দমে যাওয়ার পাত্রী নন। তাঁর ঘনিষ্ঠ বৃত্ত দাবি করে থাকে, বরাবরই ডাকাবুকো ও সাহসী সায়নী রাজনীতিযে যোগদান করার পর থেকেই হয়েছেন আরও আলাদা। কেউ তাঁর এই পরিবর্তনকে জানিয়েছেন কুর্নিশ, আবার কারও মতে সায়নীর এখন ‘নাকউঁচু’। যদিও ট্রোলিং অথবা কটাক্ষ নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন তিনি।

তাঁর কথায়, “ওঁরা যেখানে আছে সেখানেই থাকবে। আমি ট্রোল্ড হয়েও যেখানে যাওয়ার সেখানেই যাব। আগামী দিনে অনেক দূরে যাব। যারা আমাকে চেনে তাঁরা জানে, আমি একটা লড়াইয়ে নেমেছি।” এখানেই না থেমে তিনি যোগ করেন, ” কে ট্রোল করছে, কে দু’টাকার কমেন্ট করছে, কে আমাকে নিয়ে কী বিবৃতি দিচ্ছে, এদব আমাকে থামাতে পারবে না। আমাকে কেউ থামাতে পারবে না। কারণ আমি এতটা দূর এসেছি শুধুমাত্র এতটা দূর অবধিই আসার জন্যই নয়।” সায়নী বুঝিয়ে দিয়েছেন তাঁর লক্ষ্য আরও অনেক উপরে। সে রাজনৈতিক কেরিয়ারই হোক অথবা অভিনয়— স্বপ্ন দেখার অভ্যেস যে ছোট থেকেই তাঁর রক্তে, এবার সে ইঙ্গিতই যেন দিলেন তিনি।

সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’। ওই ওয়েব সিরিজে তাঁর অভিনীত চরিত্রটির নাম শম্পা। ব্যাপক জনপ্রিয় হয়েছিল চরিত্রটি। ওয়েব সিরিজটিও বেশ জনপ্রিয় হয়। সিরিজটির পরিচালক রাজ চক্রবর্তী।

View this post on Instagram

A post shared by Saayoni Ghosh (@sayanigh)