Tollywood Inside: অন্তঃসত্ত্বা শুভশ্রী পেলেন শ্রাবন্তীর থেকে বিশেষ ট্রিট! কী বলুন তো?
হালফিলে ইন্ডাস্ট্রি এক নতুন বন্ধুত্বে মাতোয়ারা। একসঙ্গে নাইটক্লাব থেকে শুরু করে বাড়িতে আড্ডা-- সবই চলছে চুটিয়ে। দু'জনের আবাসনও একই। সুযোগ পেতেই দু'জনে আবার ঘুরতে যাচ্ছেন রাজ্যের বাইরেও।
হালফিলে ইন্ডাস্ট্রি এক নতুন বন্ধুত্বে মাতোয়ারা। একসঙ্গে নাইটক্লাব থেকে শুরু করে বাড়িতে আড্ডা– সবই চলছে চুটিয়ে। দু’জনের আবাসনও একই। সুযোগ পেতেই দু’জনে আবার ঘুরতে যাচ্ছেন রাজ্যের বাইরেও। সব মিলিয়ে বন্ধুত্ব একবারে জমা ক্ষীর। দুই নায়িকা মানেই যে ঈর্ষাপরায়নতা নয়, তা যেন বারেবারেই প্রমাণ করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সম্প্রতি জানা গিয়েছে ফের মা হচ্ছেন শুভশ্রী। এই অবস্থাতেও শ্রাবন্তীকে পাশে পেয়েছেন ‘ইন্দুবালা’। শুভশ্রীর জন্য শ্রাবন্তী ট্রিট সুস্বাদু পাওভাজি। যা খেতে রীতিমতো উচ্ছ্বসিত নায়িকা। খাবারের ছবি শেয়ার করে তিনি লেখেন, “কলকাতার সেরা পাওভাজি। ধন্যবাদ শ্রাবন্তী”। একই রিয়ালিটি শো-য়ে সহ বিচারক শ্রাবন্তী ও শুভশ্রী। রয়েছেন মৌনী রায়ও। দিন কয়েক আগেই শ্রাবন্তী-শুভশ্রী ও মৌনীকে একসঙ্গে পার্টি করতে দেখা গিয়েছিল। রথযাত্রা উপলক্ষে শুভশ্রী ও শ্রাবন্তী একসঙ্গে জগন্নাঠ দর্শনেও গিয়েছিলেন। বন্ধুত্বের উদযাপন
লছে চুটিয়ে।এই মুহূর্তে তিন মাসের অন্তঃসত্ত্বা শুভশ্রী। এ প্রসঙ্গে এর আগে টিভিনাইন বাংলাকে রাজ বলেন, “আসলে তিন মাস না হলে তো জানাতে নেই, তাই আমরাও ব্যাপারটা বলিনি, আজ তিন মাস পার হতেই সবার সঙ্গে খবরটা শেয়ার করে নিলাম। ভীষণ খুশি প্রত্যেকেই।” তিনি যোগ করেন, “আমি-শুভ ঠিকই করেছিলাম ইউভানের তিন বছর হতেই ওর একজন খেলার সঙ্গী নিয়ে আসতে হবে। সেই মতোই সবটা হচ্ছে। যদি কেউ ভাবে আনপ্ল্যান্ড তা কিন্তু একেবারেই নয়।”