শ্রীকান্ত মোহতার মুক্তিতে কী বলছে টলিপাড়া: দেখুন ছবি
শুভঙ্কর চক্রবর্তী |
Jan 11, 2021 | 7:55 PM
খুশির খবর টলিউডে। দীর্ঘ দু'বছর পর জামিনে মুক্তি পেলেন 'এসভিএফ'-কর্ণধার শ্রীকান্ত মোহতা। আবার বসবেন ‘প্রযোজক’-এর চেয়ারে। তাঁর ফিরে আসা ইন্ডাস্ট্রিতে সদর্থক প্রভাব ফেলবে বলেই আশা টলিপাড়ায়। কী প্রতিক্রিয়া সিনেপাড়ার। জানল TV9 বাংলা ডিজিটাল।
1 / 13
ভারতীয় বিচার ব্যবস্থার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। ওঁর জামিন মুক্তি পাওয়া আমাদের কাছে আনন্দের। ওঁর পরিবার, বন্ধুবান্ধব এবং কর্মচারীদের কাছে এই খবর সত্যিই ভীষণ আনন্দের।
2 / 13
রাজ চক্রবর্তী: অসম্ভব আনন্দের ব্যাপার। আমার জীবনে বিশাল অবদান রয়েছেন ওঁর। উনি ফিরলেই দেখা করব। দুটো বছর অনেকটাই। এ বার সব ভাল হবে আশা রাখছি।
3 / 13
4 / 13
নন্দিতা রায় : আমি খুব খুশি হয়েছি। উনি তো আমাদের ফ্র্যাটারনিটিরও একজন। নিজের কাজের জায়গায় ফিরে আসছেন। এটা খুব আনন্দের খবর।
5 / 13
তনুশ্রী: খুবই খুশি হয়েছি। উনি ইন্ডাস্ট্রির হেড অফ দ্য ডিপার্টমেন্টের মতো। ওঁকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে শ্রীকান্তদার সুস্থ কামনা করি। আশা করব উনি স্বমহিমায় নিজের জায়গায় ফিরে আসবেন।
6 / 13
রুদ্রনীল ঘোষ: খুবই আনন্দের খবর। বিচার ব্যবস্থার উপর আমাদের সবার ভরসা ছিল। বাংলা চলচ্চিত্র জগতে উনি এমন একজন যাঁর অবদান সকলেই জানেন। বাংলা বিনোদন জগতে ভাবনার একটা পরিবর্তন এসেছে তাঁর হাত ধরে। আইনি জটিলতা মিটিয়ে শ্রীকান্ত মোহতার আবার কাজের জায়গায় ফিরে আসা বাংলা সিনেমা ও ওয়েব ইন্ডাস্ট্রিকে নতুন করে এগিয়ে নিয়ে যাবে। শুধু আমরা বন্ধুরা নই, তাতে গোটা টলিউড খুশি হবে।
7 / 13
ধ্রুব বন্দোপাধ্যায়: শ্রীকান্তদার জন্যই তো আমার কলকাতায় ফিরে আসা। আমার প্রথম ছবি সবকিছুই ঐ মানুষটার জন্য। নতুন বছরটা একটা ভাল খবর দিয়ে শুরু করলাম। শ্রীকান্তদার জামিনে আমি ব্যক্তিগতভাবে আনন্দিত।
8 / 13
সোহম
9 / 13
ইশা সাহা: শ্রীকান্তদা একজন কাজপাগল মানুষ। উনি যে আবার নিজের জায়গায় ফিরে আসতে পেরেছেন, তাতে খুব খুশি হয়ছি। আরও ভাল লাগছে ‘গোলন্দাজ’-এর শুটিং চলাকালীন উনি ফিরে আসেছেন।
10 / 13
নিসপাল সিং রানে: এটা আমার কাছে এখনও পর্যন্ত পাওয়া সেরা খবর। আমি খুব খুশি হয়েছি।
11 / 13
অর্জুন চক্রবর্তী: খুবই খুশি হয়েছি। ফিল্ম ফেস্টিভ্যালি ছিলাম বলে খবরটা অন্যদের থেকে হোয়াটসঅ্যাপে পেয়েছি। এতদিন এসভিএফ-এ বাকিরা ভালোই ম্যানেজ করছিলেন। তবে শ্রীকান্তদা ফিরে আসায় আবার ফ্যামিলি পরিপূর্ণ হল। আবার আগের মতো দেখা সাক্ষাৎ হবে শ্রীকান্তদার সঙ্গে।
12 / 13
যশ:
13 / 13
পায়েল সরকার: এই মুহূর্তে ইন্ডাস্ট্রির সব থেকে বড় এবং ভাল খবর। এত খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি, এবং এ সময়ে একটা ভাল খবর আমাদের কাছে এল। শ্রীকান্তদা আবার নিজের জায়গায় ফিরে আসতে পেরেছেন এটাই সব থেকে আনন্দের।