AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nabanita-Jeetu: বিচ্ছেদের মাঝেই জিতুর সঙ্গে দশমী কাটালেন নবনীতা?

Relationship Gossip: জিতু কামাল ও নবনীতার মধ্যে একটা সময় যে গভীর প্রেম ছিল, তা এখন অতীত। দুজনেই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা আলাদা থাকবেন। সেই মতো সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ্যেও এনেছেন তাঁরা। জানিয়েছেন বিচ্ছেদের জন্য আইনি পদক্ষেপ করাও হয়ে গিয়েছে।

Nabanita-Jeetu: বিচ্ছেদের মাঝেই জিতুর সঙ্গে দশমী কাটালেন নবনীতা?
| Edited By: | Updated on: Oct 25, 2023 | 2:50 PM
Share

এবার কি দশমীটা তাঁরা একসঙ্গে কাটালেন? আচমকা এই ভিডিয়ো দেখলে তা মনে হওয়ারই কথা। কারণ একটাই, জিতু কামাল ও নবনীতা দাসের মধ্যে সম্পর্কের সমীকরণ এক প্রায় শূণ্য। একে অন্যকে ছেড়ে নিজেদের মতো করে পথা চলা শুরুও করেছেন তাঁরা বহুদিন। তারই মাঝে এবার জল্পনায় আবারও কেন ফিরছে জুটির সম্পর্ক? তার কারণ হল নবনীতার একটি পোস্ট। বিচ্ছেদের পর প্রথম পুজো। জিতু কামাল ও নবনীতার মধ্যে একটা সময় যে গভীর প্রেম ছিল, তা এখন অতীত। দুজনেই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা আলাদা থাকবেন। সেই মতো সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ্যেও এনেছেন তাঁরা। জানিয়েছেন বিচ্ছেদের জন্য আইনি পদক্ষেপ করাও হয়ে গিয়েছে।

এখন আলাদা থাকেন তাঁরা বেশ কয়েকমাস হয়ে গেল। তারই মাঝে তবে আবারও কেন চর্চা উঠে এল জুটির নাম? কারণ দশমীতে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন নবনীতা দাস। যেখানে তাঁকে ও জিতুকে একসঙ্গে দেখা যায়। তাঁরা এক সঙ্গে বাইকে করে কোথাও একটা যাচ্ছিলেন। বাইকের পিছনে বসে সেই ভিডিয়োটি শুট করেছেন তিনি। সেটাই পোস্ট করলেন। তবে না, এই ভিডিয়ো দেখে য়দি কেউ মনে করে থাকেন, যে তাঁরা আবার এক হয়ে গিয়েছেন, সেই খবর মিথ্যা। কারণ নবনীতা কোনও রকমের রহস্য বজায় না রেখেই সোশ্যাল মিডিয়ায় কমেন্টে স্পষ্ট করে লিখে দিয়েছেন যে এই ভিডিয়োটি শেষ বছরের। বর্তমান পুজোটা জিতুকে ছাড়াই তিনি কাটালেন।

প্রসঙ্গত, পঞ্চমী-ষষ্ঠী চুটিয়ে কাজ করেছিলেন তিনি। সপ্তমী পর্যন্ত ছিল তাঁর পুজোপরিক্রমার নানা কাজ। এ প্যান্ডেল থেকে ও প্যান্ডেলে ঘুরে বেড়ানো। অষ্টমী থেকে আজ দশমী পর্যন্ত বিষাদে মাখা নবনীতার পুজো। কাজের বাইরে একটিও ঠাকুর দেখেননি। কোত্থাও যানওনি। কেবলই বিশ্রাম আর বিশ্রাম। এরপরই শুরু হবে তাঁর কাজের চাপ। দশমীতে সিঁদুরটাও খেলবেন না নবনীতা।

View this post on Instagram

A post shared by Nabanita❤ (@nabanita.das)