Subhashree-Yuvaan: ভিডিয়োতে কথা বলল ইউভান, আধো কণ্ঠে কী বার্তা দিল মায়ের অনুরাগীদের? ভাইরাল ভিডিয়ো
রাজ-শুভশ্রীর জীবন জুড়ে তাঁদের একরত্তি। বিধায়ক, পরিচালনা ও প্রযোজনার দায়িত্ব সামনে ছেলেকে সময় দেন রাজ। অন্যদিকে শুটিংয়ের চাপ সামলেও ছেলের প্রতি কোনও কর্তব্য করতে পিছপা হন না শুভশ্রী।
ছোট্ট ছেলে ইউভান। রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের একমাত্র সন্তান। একরত্তির ছবি অহরহ শেয়ার করেন তারকা অভিভাবক। ইউভানের ফুটবল খেলা, ঢাক বাজানো, দৌড়ে হেঁটে যাওয়া, প্রথম উঠে বসা, দাঁড়ানো, হাঁটা.. সব। এবার আরও এক কামাল করল ছোট্ট ইউভান। ভিডিয়োতে এসে সেও কথা বলল মায়ের অনুরাগীদের সঙ্গে। মিষ্টি আধো কণ্ঠে বলল ‘হাই।’
এই ‘হাই’তেই কুপোকাত শুভশ্রীর অনুরাগীরা। ইউভানের হাই শুনে অভিনেত্রী পার্নো মিত্র বলেছেন, “পুচি”। ভালবাসা ভরা আদর প্রকাশ করেছেন দেবলীনা কুমার, মনামী ঘোষরাও। ধীরে ধীরে বড় হচ্ছে ছেলে। ছেলের বেড়ে ওঠা উপভোগ করছেন শুভশ্রী। মা হিসেবে এটাই তার সেরা পাওয়া।
কিছুদিন আগে দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছিলেন শুভশ্রী ও রাজ দু’জনেই। বাইপাসের বিলাশবহুল আবাসনের দ্বিতীয় অ্যাপার্টমেন্টে নিজেদের একঘরে করে রেখেছিলেন তারকা দম্পতি। পুত্র ইউভান ছিল অন্য অ্যাপার্টমেন্টে। কষ্টে ছিলেন দু’জনেই। সন্তানকে ছেড়ে থাকার কষ্ট ভাগ করে নিয়েছিলেন তারকা বাবা-মা। কখনও তাকে ভিডিয়ো কলে দেখেছিলেন। কথা বলেছিলেন ফেসটাইমের সাহায্যে।
রাজ-শুভশ্রীর জীবন জুড়ে তাঁদের একরত্তি। বিধায়ক, পরিচালনা ও প্রযোজনার দায়িত্ব সামনে ছেলেকে সময় দেন রাজ। অন্যদিকে শুটিংয়ের চাপ সামলেও ছেলের প্রতি কোনও কর্তব্য করতে পিছপা হন না শুভশ্রী।
কয়েকদিন আগে পায়ে চোট পান শুভশ্রী। বিছানা ছেড়ে উঠতে পারছিলেন না মোটে। সে সময়ও ইউভানই ছিলেন তাঁর আনন্দে থাকার একমাত্র কারণ। সারাক্ষণ মাকে আগলে ছিল ইউভান। বীরপুরুষের মতো মনে মনে হয়তো বলেছিল, ‘‘ভয় পেয়ো না মা গো…’
View this post on Instagram
আরও পড়ুন: Sandhya Mukhopadhyay: কোভিড আক্রান্ত সন্ধ্যা মুখোপাধ্যায়, হার্টেও সমস্যা! এসএসকেএমে গেলেন মমতা