Bollywood Gossip: সাফল্য পেতেই ভোলবদল! এবার রণবীরের আরও কাছে ‘ভাবি টু’!
Tripti-Ranbir: সন্দীপ রেড্ডির ছবি 'অ্যানিম্যাল'কে ঘিরে কম আলোচনা হয়নি। ওই ছবিতে রণবীর ও তৃপ্তি ছাড়াও ছিলেন রশ্মিকা মন্দানা। ছবি নিয়ে বিতর্কও কম হয়নি। আলফা মেল ও সিগমা মেল নিয়ে চলেছে বিস্তর বিতর্ক।

তৃপ্তি দিমরি– বলিপাড়ার এই নতুন সেনসেশনকে নিয়ে আলোচনার শেষ নেই! আর আলোচনা হবে নাই বা কেন? ‘অ্যানিম্যাল’ ছবিতে তাঁর অভিনীত চরিত্রটি নিয়ে কিন্তু কম আলোচনা হয়নি। কয়েক মিনিটের রোল আর তাতেই তুফান এনেছিলেন ‘ভাবি টু’। সেই তৃপ্তিই এবার রণবীর কাপুরের আরও কাছে। কী করে জানেন? বলিউডে সাফল্য মিলতেই নিয়ে নিলেন বড় সিদ্ধান্ত। কিনে ফেললেন স্বপ্নের বাড়ি। মুম্বইয়ের ওয়েস্ট বান্দ্রায় বলিউডের তাবড় তারকাদের বাস। এবার সেখানেউ চার তলার এক বাংলো কিনে ফেললেন তিনি। প্রায় ২২২৬ স্কোয়ার ফুট জুড়ে সেই বাংলো। ওই বাংলোর পাশেই থাকেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এমনকি রেখার বাড়িও আশেপাশেই। নন ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে আসা তৃপ্তির বলিউডের ওই জায়গায় ফ্ল্যাট কেনা কিন্তু ছোটখাটো ব্যাপার নয়। তবে তৃপ্তির ফ্ল্যাট কেনা শুনে নেটিজেনদের রসিকতা থামেনি। তাঁদের প্রশ্ন, “আলিয়া জানে তো?”
সন্দীপ রেড্ডির ছবি ‘অ্যানিম্যাল’কে ঘিরে কম আলোচনা হয়নি। ওই ছবিতে রণবীর ও তৃপ্তি ছাড়াও ছিলেন রশ্মিকা মন্দানা। ছবি নিয়ে বিতর্কও কম হয়নি। আলফা মেল ও সিগমা মেল নিয়ে চলেছে বিস্তর বিতর্ক। তবে দিনের শেষে ওই ছবি বক্স অফিসে ব্যাপক পারফর্ম করেছে। প্রসঙ্গত, অনুষ্কা শর্মার দাদার সঙ্গে অতীতে সম্পর্ক ছিল তৃপ্তির। তাঁরই প্রযোজনায় ‘বুলবুল’ ছবিতেও অভিনয় করেছিলেন তৃপ্তি। যদিও বেশ কিছু মাস আগে তাঁর বিচ্ছেদ হয়েছে বলেই বলিউড সূত্রে খবর। আগামী দিনে তাঁকে অনুরাগ বসুর পরিচালনায় দেখা যেতে পারে। তাঁর বিপরীতে থাকার কথা কার্তিক আরিয়ানের।
View this post on Instagram
