জিতেন্দ্র পুত্র তুষার কাপুর। বরাবরই খবরের শিরোনামে নাম লিখিয়েছেন তিনি স্টারকিড তুষার। অভিনয় জগতে হাতে খড়ি হলেও তিনি খুব একটা চর্চিত নন। বেশ কয়েকটি আইকনিক ছবির অংশ হয়েছিলেন তিনি। তবে অভিনেতা হিসেবে সেই দাপট কোনওদিনই ছিল না তুষারের। তবে মাঠ ছাড়েননি তিনি। মাঝে মধ্যেই নানা ছবিতে দেখা যায় তাঁকে। কেরিয়ারে যখন কিছুটা গুছিয়ে গিয়েছেন, ঠিক তখনই ব্যক্তিজীবনে এক বড় সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। বাবা হতে চেয়েছিলেন তুষার। বাবা মাকে বুঝিয়ে ছিলেন তিনি সারোগেসির মাধ্যমে সন্তান নেবেন। প্রথমটায় সকলকে বোঝাতে বেশ কষ্ট হলেও তিনি পরবর্তীতে স্পষ্ট করে দিয়েছিলেন যে তিনি নিজের সিদ্ধান্তে অনঢ় থাকবেন। তেমনটাই হয়। এরপর পৃথিবীর আলো দেখেছিল তাঁর সন্তান লক্ষ্য। পরিবার তৈরি করে কখনও তুষারের মনে হয়নি খামতির কথা।
সকলের মা বাবা থাকে, লক্ষ্যর কখনই মনে হয়নি তার মা কোথায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তুষার বলেন, হয়তো সমাজের কাছে এটা খুব একটা পরিচিত ছবি নয়, তবে তাঁর কাছে তাঁর পরিবার পরিপূর্ণ। তাঁর কখনই মনে হয়নি তাঁর জীবনে অন্য কাউকে লাগবে, বাবা আমার মা কোথায় এই প্রশ্ন কোনওদিন লক্ষ্য করেনি। কারণ সে বোঝে যে তুষার কাপুরই তার মা-বাবা। তার বাবাই রয়েছে। এতে তুষারের কখনই কোনও সমস্যা হয়নি। উল্টে তুষার কাপুর স্পষ্ট করে দিয়েছিলেন যে তিনি যখন এই সিদ্ধান্ত নেন, তখনও তাঁর বিশ্বাস ছিল এই সিদ্ধান্তে কোনও ভুল নেই। সন্তানের যাতে কোনও সমস্যা না হয়, সেই দিকে নজর রেখে চলেছেন। পরবর্তীতে যদি কখনও তাঁর মনে হয় জীবন সঙ্গী প্রয়োজন আছে, উনি নিঃসন্দেহে সেই বিষয় ভেবে দেখবেন বলেই জানান।