জন্মদিনে জেনে নিন, জাহ্নবী কাপুরের জীবনের নয়টি অজানা তথ্য

utsha hazra |

Mar 06, 2021 | 7:56 PM

৬ মার্চ চব্বিশে পা দিলেন জাহ্নবী কাপুর। এই মুহুর্তে কেরিয়ারের মধ্য গগনে নায়িকা। 'গুড লাক জেরি'র সেটে কেক কেটে হল তাঁর জন্মদিন পালন। এই বিশেষ দিনে জেনে নেওয়া যাক নায়িকার জীবনের কিছু অজানা দিক। দেখুন গ্যালারি।

1 / 9
অভিনেত্রী নয় শ্রীদেবী চেয়েছিলেন মেয়ে যেন ডাক্তার হয়।

অভিনেত্রী নয় শ্রীদেবী চেয়েছিলেন মেয়ে যেন ডাক্তার হয়।

2 / 9
কেরিয়ারের শুরুতেই দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে অভিনয়ের প্রস্তাব পান জাহ্নবী। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন অভিনেত্রী।

কেরিয়ারের শুরুতেই দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে অভিনয়ের প্রস্তাব পান জাহ্নবী। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন অভিনেত্রী।

3 / 9
'ধড়ক'মুক্তির আগে ইনস্টাগ্রাম থেকে নিজের সব ছবি মুছে দিয়েছিলেন জাহ্নবী। কারণ তাঁকে তাঁর প্রোফইল পাবলিক করতে বলা হয় ।

'ধড়ক'মুক্তির আগে ইনস্টাগ্রাম থেকে নিজের সব ছবি মুছে দিয়েছিলেন জাহ্নবী। কারণ তাঁকে তাঁর প্রোফইল পাবলিক করতে বলা হয় ।

4 / 9
অভিনয় জগতে পা দেওয়ার আগে আমেরিকার 'লি স্ট্রাসবার্গ ফিল্ম এ্যান্ড ইনস্টিটিউট' থেকে স্নাতক করেন।

অভিনয় জগতে পা দেওয়ার আগে আমেরিকার 'লি স্ট্রাসবার্গ ফিল্ম এ্যান্ড ইনস্টিটিউট' থেকে স্নাতক করেন।

5 / 9
ফিটনেস ফ্রিক জাহ্নবী কাপুর প্রতিদিন সকালে উঠে মালাই লস্যি খান। যা তাঁর স্কিন চকচকে থাকার অন্যতম রহস্য।

ফিটনেস ফ্রিক জাহ্নবী কাপুর প্রতিদিন সকালে উঠে মালাই লস্যি খান। যা তাঁর স্কিন চকচকে থাকার অন্যতম রহস্য।

6 / 9
জন্মদিনে জেনে নিন, জাহ্নবী কাপুরের জীবনের নয়টি অজানা তথ্য

7 / 9
জাহ্নবী এখনও মা শ্রীদেবীর চিরুনী ব্যবহার করেন।

জাহ্নবী এখনও মা শ্রীদেবীর চিরুনী ব্যবহার করেন।

8 / 9
সাহিত্য জাহ্নবীর প্রিয়। অবসর সময় কবিতা লিখতে ভালবাসেন অভিনেত্রী।

সাহিত্য জাহ্নবীর প্রিয়। অবসর সময় কবিতা লিখতে ভালবাসেন অভিনেত্রী।

9 / 9
একটি চ্যাট শো তে তাঁকে প্রিয় নায়ক বাছতে বলা হলে , জাহ্নবী জানান রাজকুমার রাও তাঁর প্রথম প্রেম।

একটি চ্যাট শো তে তাঁকে প্রিয় নায়ক বাছতে বলা হলে , জাহ্নবী জানান রাজকুমার রাও তাঁর প্রথম প্রেম।

Next Photo Gallery