Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Unknown Facts On Raima Sen- চিত্রনাট্য সম্পূর্ণ পড়েনই না রাইমা, মহানায়িকা নাতনির অবাক করা অজানা তথ্য

Tollywood Star: অভিনয় জগত থেকে শুরু করে ফ্যাশন স্টেটমেন্টে, রাইমা সেন মানেই এক কথায় সুপারহিট, মহানায়িকা নাতনির কিছু অজানা কাহিনি।

| Edited By: | Updated on: Mar 09, 2022 | 3:34 PM
জয়পুরের রানী গায়েত্রী দেবী সম্পর্কে রাইমা সেনের ঠাকুমা। কোচবিহারের রয়েল পরিবারের কন্যা এই টলিউড সেলেব।

জয়পুরের রানী গায়েত্রী দেবী সম্পর্কে রাইমা সেনের ঠাকুমা। কোচবিহারের রয়েল পরিবারের কন্যা এই টলিউড সেলেব।

1 / 7
রাইমা সেনের ডাক নাক ডলু, বিভিন্ন নামে তাঁকে ছোট থেকে ডাকা হত, কিন্তু তারই মধ্যে সবথেকে বেশি এই নামেই পরিচিত তিনি।

রাইমা সেনের ডাক নাক ডলু, বিভিন্ন নামে তাঁকে ছোট থেকে ডাকা হত, কিন্তু তারই মধ্যে সবথেকে বেশি এই নামেই পরিচিত তিনি।

2 / 7
তাঁকে ঠিক যেন সুচিত্রা সেনের মতই দেখতে, নেটদুনিয়ার সাফ মত। মহানায়িকার বায়োপিকের জন্য ডাক পেয়েছেন বহুবার।

তাঁকে ঠিক যেন সুচিত্রা সেনের মতই দেখতে, নেটদুনিয়ার সাফ মত। মহানায়িকার বায়োপিকের জন্য ডাক পেয়েছেন বহুবার।

3 / 7
রাইমা সেন কখনই সম্পূর্ণ চিত্রনাট্য পড়ে দেখেন না।

রাইমা সেন কখনই সম্পূর্ণ চিত্রনাট্য পড়ে দেখেন না।

4 / 7
স্লিম ফিট লুকে ধরা দিলেও রাইমা সেন কিন্তু বেশ ফুডি, খেতে খুব পছন্দ করেন তিনি।

স্লিম ফিট লুকে ধরা দিলেও রাইমা সেন কিন্তু বেশ ফুডি, খেতে খুব পছন্দ করেন তিনি।

5 / 7
ছোট বয়সেই অভিনয় কেরিয়ার শুরু করেছিলেন, শাবানা আজমির সঙ্গে গড মাদার ছবিতে দেখা গিয়েছিল তাঁকে।

ছোট বয়সেই অভিনয় কেরিয়ার শুরু করেছিলেন, শাবানা আজমির সঙ্গে গড মাদার ছবিতে দেখা গিয়েছিল তাঁকে।

6 / 7
রাইমা সেনের কথায় ঋতুপর্ণ ঘোষ থাকলে আজ তাঁর জায়গা হত আলাদা, পরিচালকের অভাব তিনি পরতে-পরতে অনুভব করেন।

রাইমা সেনের কথায় ঋতুপর্ণ ঘোষ থাকলে আজ তাঁর জায়গা হত আলাদা, পরিচালকের অভাব তিনি পরতে-পরতে অনুভব করেন।

7 / 7
Follow Us: