টেলিকলার থেকে মডেল-অভিনেত্রী! দেখুন বার্থডে গার্ল, নোরা ফাতেহির গ্যালারি

শুভঙ্কর চক্রবর্তী |

Feb 06, 2021 | 10:10 AM

বলিউডে ডেবিউ করার বহু আগে থেকে ক্যানাডিয়ান ডান্সারের ফ্যান ফলোয়ারের সংখ্যা আকাশচুম্বী। ‘সাকি সাকি’, ‘দিলবর’ কিংবা ‘পছতাওগে’, যেই গানে তাঁর কোমর দুলেছে, সে-ই গানই সুপারহিট। নোরা ফতেহি। দেশের জাতীয় ‘ক্রাশ’ হয়ে উঠেছেন নোরা। আজ নোরার জন্মদিন। TV9 বাংলা খোঁজ করল তাঁর জীবনের অজানা সব গল্পের...

1 / 8
নোরো জন্মেছেন কিউবেকে। তবে তাঁর মা ভারতীয়। নোরার এক ভাই আছেন, তাঁর নাম ওমার।

নোরো জন্মেছেন কিউবেকে। তবে তাঁর মা ভারতীয়। নোরার এক ভাই আছেন, তাঁর নাম ওমার।

2 / 8
নোরা।

নোরা।

3 / 8
পেশাদারভাবে প্রশিক্ষণ নেননি কখনও। বেলি ডান্সিং শিখেছেন ইউটিউব ভিডিও দেখে।

পেশাদারভাবে প্রশিক্ষণ নেননি কখনও। বেলি ডান্সিং শিখেছেন ইউটিউব ভিডিও দেখে।

4 / 8
নোরার সোশ্যাল মিডিয়ায় রয়েছে নামজাদা সব সেলিব্রিটি। তাঁদের বেশিরভাগই যুক্ত বিনোদন জগতের সঙ্গে।

নোরার সোশ্যাল মিডিয়ায় রয়েছে নামজাদা সব সেলিব্রিটি। তাঁদের বেশিরভাগই যুক্ত বিনোদন জগতের সঙ্গে।

5 / 8
নোরা ফাতেহি

নোরা ফাতেহি

6 / 8
নোরার প্রথম বলিউড ছবি ছিল ‘রোর: টাইগারস অফ সুন্দরবন’ (২০১৪)। ছবির প্রিমিয়ার এসেছিলেন নোরার ক্রাশ সলমন খান।

নোরার প্রথম বলিউড ছবি ছিল ‘রোর: টাইগারস অফ সুন্দরবন’ (২০১৪)। ছবির প্রিমিয়ার এসেছিলেন নোরার ক্রাশ সলমন খান।

7 / 8
স্ট্রাগলের দিনে সকালে তিনি ছিলেন হোটেল ওয়েট্রেস আর সন্ধেতে টেলিকলার হিসেবে কাজ করেছেন।

স্ট্রাগলের দিনে সকালে তিনি ছিলেন হোটেল ওয়েট্রেস আর সন্ধেতে টেলিকলার হিসেবে কাজ করেছেন।

8 / 8
‘টেম্পার’, ‘বাহুবলী: দ্য বিগিনিং’, ‘কিক-২’, ‘শের’-এর মতো তেলগু ছবিতেও অভিনয় করেছেন নোরা।

‘টেম্পার’, ‘বাহুবলী: দ্য বিগিনিং’, ‘কিক-২’, ‘শের’-এর মতো তেলগু ছবিতেও অভিনয় করেছেন নোরা।

Next Photo Gallery