টেলিকলার থেকে মডেল-অভিনেত্রী! দেখুন বার্থডে গার্ল, নোরা ফাতেহির গ্যালারি
বলিউডে ডেবিউ করার বহু আগে থেকে ক্যানাডিয়ান ডান্সারের ফ্যান ফলোয়ারের সংখ্যা আকাশচুম্বী। ‘সাকি সাকি’, ‘দিলবর’ কিংবা ‘পছতাওগে’, যেই গানে তাঁর কোমর দুলেছে, সে-ই গানই সুপারহিট। নোরা ফতেহি। দেশের জাতীয় ‘ক্রাশ’ হয়ে উঠেছেন নোরা। আজ নোরার জন্মদিন। TV9 বাংলা খোঁজ করল তাঁর জীবনের অজানা সব গল্পের...