AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জয় বন্দোপাধ্যায়ের সামনেই চুমকি চৌধুরীকে ঠাসিয়ে চড়! অঞ্জন চৌধুরীর বড় মেয়ের সঙ্গে আচমকা কী ঘটে?

ইন্ডাস্ট্রিকে লক্ষ্মীলাভের জন্য একাই একশো ছিলেন অঞ্জন চৌধুরী। সেই অঞ্জন চৌধুরীর বড়কন্য়া চুমকি চৌধুরী যখন অভিনেত্রী হিসেবে ফ্লোরে পা দিলেন, প্রথম দিনই ঘটল বিপত্তি! হাউ হাউ করে কেঁদে ভাসালেন চুমকি।

জয় বন্দোপাধ্যায়ের সামনেই চুমকি চৌধুরীকে ঠাসিয়ে চড়! অঞ্জন চৌধুরীর বড় মেয়ের সঙ্গে আচমকা কী ঘটে?
| Updated on: Jun 27, 2025 | 4:34 PM
Share

একসময় পরিচালক অঞ্জন চৌধুরী মানেই টলিপাড়ায় মেলোড্রামার ভিড়। দর্শকদের মন জয় করে বক্স অফিসে বড়বউ, মেজবউ, ছোটবউদের দাপট। ফিল্ম সমালোচকরা মনে করেন, সেই সময় ইন্ডাস্ট্রিকে লক্ষ্মীলাভের জন্য একাই একশো ছিলেন অঞ্জন চৌধুরী। সেই অঞ্জন চৌধুরীর বড়কন্য়া চুমকি চৌধুরী যখন অভিনেত্রী হিসেবে ফ্লোরে পা দিলেন, প্রথম দিনই ঘটল বিপত্তি! হাউ হাউ করে কেঁদে ভাসালেন চুমকি।

ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। সালটা ১৯৮৮। মুক্তি পেল অঞ্জন চৌধুরী পরিচালিত ছবি ‘হীরক জয়ন্তী’। এই ছবি থেকেই টলিউডে পা দিলেন চুমকি। কখনও তিনি ভাবেননি অভিনেত্রী হবেন। বরং বরাবরই শিক্ষক হতে চেয়েছিলেন। কিংবা বিয়ে করে সুখের সংসার। তবে পরিচালক বাবার কথাতেই এলেন অভিনয়ে। কিন্তু শুটিংয়ের প্রথম দিনেই যে এমনটা হবে, তা আন্দাজও করতে পারেননি চুমকি। যখন ঘটল, তখন হাউ হাই করে কেঁদে ভাসালেন টলিউডের মেঝবউ।

ক্য়ামেরা রেডি করে, ক্য়ামেরার ওপারে বাবা অঞ্জন চৌধুরী। মেকআপ রুম থেকে বেরিয়ে ক্যামেরার সামনে এলেন চুমকি চৌধুরী। একটি কান্নার দৃশ্যে অভিনয় করার কথা ছিল চুমকির। কিন্তু চোখে বহুবার গ্লিসারিন ব্যবহার করার পরও কিছুতেই কান্নার দৃশ্যে শুটিং করতে পারছিলেন না চুমকি। এরপরই ক্য়ামেরা অফ করে চুমকির গালে ঠাসিয়ে চড় মারলেন অঞ্জন চৌধুরী! ফ্লোরে উপস্থিত অন্য অভিনেতারা তো হতবাক! বাবার হাতে আচমকা চড় খেয়ে অপ্রস্তুত চুমকিও। সেই চড়ে চোটে নিমেষেই চোখ থেকে গঙ্গা-যমুনা বইতে লাগল। কেঁদে উঠলেন চুমকি। আর সুযোগ বুঝে ক্য়ামেরায় শট বন্দি করলেন অঞ্জন চৌধুরী। পরে অবশ্য অঞ্জন মেয়েকে বুঝিয়ে ছিলেন এই চড়টি ছিল শুধুই পারফেক্ট অভিনয় বের করে আনার জন্য। পরে মেয়ের অভিনয়ের প্রশংসাও করেছিলেন অঞ্জন।

বক্স অফিসে ঝড় তুলেছিল চুমকির প্রথম ছবি হীরক জয়ন্তী। এই ছবিতে চুমকি ছাড়াও ছিলেন, রঞ্জিত মল্লিক, জয় বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র বন্দ্যোপাধ্যায়, কালী বন্দ্যোপাধ্যায়, সুমিত্রা মুখোপাধ্যায়ের মতো অভিনেতারা।

তথ্যসূত্র- আড্ডা স্টেশন পডকাস্ট