AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঋত্বিক ঘটকের সিনেমা থেকে হুবহু নকল করেছিলেন সত্যজিৎ রায়! মৃণাল সেনের চোখে পড়তেই ঘটল মারাত্মক ঘটনা

সত্য়জিৎ ও ঋত্বিকের মধ্যে বন্ধুত্বও যেমন ছিল, তেমন ছিল দ্বন্দ্বও। বিশেষ করে সিনেমার নির্মাণ নিয়ে দুই কিংবদন্তি পরিচালকের মধ্যে লড়াই লেগেই থাকত।

ঋত্বিক ঘটকের সিনেমা থেকে হুবহু নকল করেছিলেন সত্যজিৎ রায়! মৃণাল সেনের চোখে পড়তেই ঘটল মারাত্মক ঘটনা
Image Credit: Social Media
| Updated on: Apr 26, 2025 | 4:39 PM
Share

ঋত্বিক ঘটক বরাবরই ছিলেন সোজাসাপটা মানুষ। প্রশংসা করলেও, করতেন খোলাখুলি। নিন্দা করলেও তা করতেন প্রকাশ্যে। কোনও কিছুতেই রাখঢাক ছিল না তাঁর। এমনকী, এই ব্যাপারে সত্যজিৎ রায়কেও ছাড়েননি তিনি।

সত্যজিৎ ও ঋত্বিকের মধ্যে বন্ধুত্বও যেমন ছিল, তেমন ছিল দ্বন্দ্বও। বিশেষ করে সিনেমার নির্মাণ নিয়ে দুই কিংবদন্তি পরিচালকের মধ্যে লড়াই লেগেই থাকত। তবে একবার এই লড়াই রীতিমতো প্রকাশ্যে চলে আসে। সত্যজিতের সিনেমা দেখতে গিয়ে সিনেমা হল থেকে মাঝপথেই বেরিয়ে গিয়েছিলেন ঋত্বিক! এই ঘটনার কথা রটতেই হইচই পড়ে গিয়েছিল ইন্ডাস্ট্রিতে।

১৯৬২ সালে মুক্তি পায় সত্যজিৎ রায়ের ছবি অভিযান। এই ছবিতে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, ওয়াহিদা রহমান, রবি ঘোষের মতো কিংবদন্তি অভিনেতারা। দেশে-বিদেশে সমাদৃত হয়েছিল সৌমিত্রর এই ছবি। কিন্তু এই ছবি দেখে মোটেই খুশি হননি ঋত্বিক। উল্টে রেগেমেগে সিনেমা হল থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি।

হঠাৎ এমন কেন করেছিলেন ঋত্বিক?

সেই সময় এক বিনোদনমূলক ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে ঋত্বিক ঘটক জানিয়েছিলেন, আমি প্রথমে অভিযান দেখতে যায়নি। মৃণালই ছবিটি দেখে আমাকে এসে বলেছিল, অভিযানের বেশ কয়েকটি দৃশ্য অযান্ত্রিক ছবির মতো। মৃণালের কথা শুনে ছবিটা দেখতে গেলে পুরো বিষয়টা চোখে পড়ে। অসংখ্য ফ্রেম একেবারে হুবহু এক। ছবির মাঝপথে উঠে যাই। রাগ হয়েছিল। ভেবেছিলাম সত্যজিৎকে সবটা জানাই। কিন্তু চুপ থেকেছি। আসলে পড়ে বুঝলাম, ফ্রেম নকল করলেও, অভিযান ছবিটা একেবারেই দাঁড়ায়নি। ঋত্বিক ঘটকের অযান্ত্রিক মুক্তি পায় ১৯৫৮ সালে। এই ছবিতে অভিনয় করেছিলেন, কালী বন্দ্যোপাধ্যায়, তুলসী চক্রবর্তীর মতো কিংবদন্তি অভিনেতারা।