Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভাইয়ের সঙ্গে প্রেম করে দাদাকে বিয়ে, এখন কী করছেন বলিউডের এই হট নায়িকা?

প্রথম ছবি ফ্লপ হলেও, বলিউডের নজরে পড়েন। এরপর একের পর এক ছবির অফার তাঁর ঝুলিতে। তবে সব ছবিতেই বোল্ড চরিত্র। তবে তিনি পিছপা হননি। বরং চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছিলেন।

ভাইয়ের সঙ্গে প্রেম করে দাদাকে বিয়ে, এখন কী করছেন বলিউডের এই হট নায়িকা?
Follow Us:
| Updated on: Mar 20, 2025 | 6:34 PM

লাগি তুমসে মন কি লগন…, লাদাখের শুকনো আবহাওয়ায় উদিতা ছিলেন এক পশলা বৃষ্টির মতো। যে বৃষ্টির উষ্ণতা টের পেয়েছিলেন জন আব্রহাম। পাপ ছবিতে সিনেমার পর্দায় জন ও একেবারে নতুন নায়িকা উদিতা গোস্বামী আগুন ধরিয়ে ছিল। প্রথম ছবি পাপ ফ্লপ হলেও, বলিউডের নজরে পড়েন উদিতা। এরপর একের পর এক ছবির অফার তাঁর ঝুলিতে। তবে সব ছবিতেই বোল্ড চরিত্র। তবে উদিতা পিছপা হননি। বরং চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছিলেন।

সালটা ২০০৫। ইমরান হাসমির সঙ্গে জহর ছবিতে জুটি বাঁধলেন উদিতা। ছবির পরিচালক মোহিত সূরি। এই ছবিতে ইমরানের সঙ্গে প্রচুর অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন উদিতা। যা কিনা বলিউডের চর্চায় ছিল। এই সময়ই শোনা যায়, অভিনয় করতে করতেই ইমরান ও উদিতা কাছাকাছি চলে আসেন। প্রকাশ্যে তাঁরা কাউকে এই প্রেমের কথা না বললেও, বলিউড গুঞ্জনে কিন্তু ইমরান ও উদিতার প্রেম ছিল শিরোনামে।

ঠিক এই সময়ই ইমরান ও উদিতা ফের জুটি বাঁধেন। ছবির নাম অকসর। এই ছবির হিমেশ রেশমিয়ার ‘একবার আজ আজা’ গান তো সুপারহিট। তবে এই ছবিতেই ঘটল আরেক ঘটনা। শোনা যায়, এই ছবির পরই উদিতাকে প্রোপোজ করে ফেললেন পরিচালক মোহিত, যিনি আবার ইমরানের তুতো দাদা! উদিতাও একটিবার না ভেবেই মোহিতকে করলেন হ্য়াঁ, বিয়ে হল। উদিতা ও মোহিতের দুই সন্তানও হল। ভালোই চলছিল সংসার। কিন্তু সেই সংসার উদিতার কপালে টিকল না।

ইমরান হাসমি ও উদিতা গোস্বামী

শোনা যায়, মোহিত নাকি অন্য নারীর সঙ্গে সম্পর্কে জুড়েছিলেন, আর তা জানতেই পেরেই উদিতা বেরিয়ে আসেন। তাঁদের হয় ডিভোর্স। পুরোপুরি বলিউড ছাড়েন উদিতা। এখন তিনি মুম্বইয়ের জনপ্রিয় ডিজে। নানা নাইটক্লাবে তাঁর উপস্থিতি একেবারে তারকার মতো। ডিজে হয়েই দেশে-বিদেশে পারফর্ম করেন উদিতা। একবার এক সাক্ষাৎকারে উদিতা বলেছিলেন, তিনি আর সিনেমায় ফিরবেন না।

মোহিত সূরির সঙ্গে উদিতা।