AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘সত্যজিৎ রায় নয়, তপন সিনহার কাছ থেকে শিখেছিলাম’, কী শিখেছিলেন সৌমিত্র?

নানা সাক্ষাৎকারেই বার বার বলতেন, সিনেমা তথা অভিনয়ের অ আ ক খ সত্যজিতের হাত ধরেই শেখা। তবে সত্যজিতের কাছে অভিনয়ের হাতেখড়ি হলেও, সৌমিত্রকে একটি জিনিস কিন্তু সত্যজিৎ শেখাননি।

'সত্যজিৎ রায় নয়, তপন সিনহার কাছ থেকে শিখেছিলাম', কী শিখেছিলেন সৌমিত্র?
Image Credit: Social Media
| Updated on: Aug 11, 2025 | 2:08 PM
Share

সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন সত্যজিৎ রায়ের মানসপুত্র। ফিল্মবোদ্ধারা তাঁকে বরাবরই এই নামে সম্বোধন করতেন। কেননা, সৌমিত্র চট্টোপাধ্যায় যে সত্যজিতের অপু, সত্যজিতের ফেলুদা, তথাপি সত্যজিতের আবিষ্কার, তা অস্বীকার করার জায়গা নেই। সৌমিত্র চট্টোপাধ্যায়ও খোদ বার বার এটা স্বীকার করেছেন। তিনি নানা সাক্ষাৎকারেই বার বার বলতেন, সিনেমা তথা অভিনয়ের অ আ ক খ সত্যজিতের হাত ধরেই শেখা। তবে সত্যজিতের কাছে অভিনয়ের হাতেখড়ি হলেও, সৌমিত্রকে একটি জিনিস কিন্তু সত্যজিৎ শেখাননি। বরং অভিনয়ের সেই গুরুত্বপূর্ণ বিষয়টি সৌমিত্রকে শিখিয়ে ছিলেন তপন সিনহা। যার ছাপ দেখা যায়, তপন সিনহার কালজয়ী ছবি ঝিন্দের বন্দী এবং আতঙ্ক-এ। যেখানে সৌমিত্রর অভিনয় এখনও দর্শকদের মন ছুঁয়ে যায়। ঝিন্দের বন্দী ছবিতে তো খুব অল্প পরিসরেও মহানায়ককে ছাপিয়ে গিয়েছিলেন সৌমিত্র।

সৌমিত্র একটি সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন, ”অভিনেতা হিসেবে কেরিয়ার শুরুর একদম প্রথম দিকে তপন বাবুর (তপন সিনহা) কাছ থেকে অনেক কিছু শিখেছি। বিশেষ করে ক্যামেরার সামনে কীভাবে হাঁটতে হয়, এটা আমাকে তিনিই শিখিয়ে ছিলেন। যা আমি চিরজীবন অনুসরণ করেছি। আর একটা না বললে নয়, কোনও দৃশ্যর আগে বহু রিহার্সলে বিশ্বাসী ছিলেন তপন বাবু। যতক্ষণ না, ঠিকঠাক মহড়া হত, ততক্ষণ পর্যন্ত মহড়া চলত।”

এই সাক্ষাৎকারেই সৌমিত্র জানান, ”সত্য়জিৎ রায় ও তপন সিনহার কাজের ধরনে মিল ছিল। তাঁরা দুজনেই অভিনেতাকে স্বাধীনতা দিতেন অভিনয়ের ক্ষেত্রে। কোনও অভিনয়কে জোর করে চাপিয়ে দিতেন না। আসলে, দুজনের চিত্রনাট্য এতটাই স্ট্রং হত যে, অভিনেতারা খুব সহজেই নিজেদের চরিত্রগুলোর সঙ্গে খাপ খাইয়ে ফেলত।”