প্রতিটা জন্মদিনেই সবাইকে যেন এ ভাবেই হাসাতে পারি: বরুণ শর্মা

Feb 04, 2021 | 6:57 PM

কখনও তিনি দীলিপ চুচা সিং, কখনও তিনি সেক্সা।তাঁর পারফেক্ট কমিক টাইমিং নতুন প্রজন্মের চর্চার বিষয়বস্তু।তিনি বরুণ শর্মা। আজ ৪ ফেব্রুয়ারি ৩০টা বসন্ত পার করে ফেললেন অভিনেতা।জন্মদিন মানেই তো ভীষণ স্পেশ্যাল একটা দিন।এই বিশেষ দিনটা কেমনভাবে কাটাচ্ছেন অভিনেতা? টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে বরুণ জানান, এই বছরের জন্মদিনটা শুটিং ফ্লোরেই কাটবে তাঁর।আপাতত রণবীর সিং-এর সঙ্গে […]

প্রতিটা জন্মদিনেই সবাইকে যেন এ ভাবেই হাসাতে পারি: বরুণ শর্মা
বরুণ শর্মা।

Follow Us

কখনও তিনি দীলিপ চুচা সিং, কখনও তিনি সেক্সা।তাঁর পারফেক্ট কমিক টাইমিং নতুন প্রজন্মের চর্চার বিষয়বস্তু।তিনি বরুণ শর্মা। আজ ৪ ফেব্রুয়ারি ৩০টা বসন্ত পার করে ফেললেন অভিনেতা।জন্মদিন মানেই তো ভীষণ স্পেশ্যাল একটা দিন।এই বিশেষ দিনটা কেমনভাবে কাটাচ্ছেন অভিনেতা?

টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে বরুণ জানান, এই বছরের জন্মদিনটা শুটিং ফ্লোরেই কাটবে তাঁর।আপাতত রণবীর সিং-এর সঙ্গে সার্কাস ছবির শুটিংয়ে ব্যস্ত অভিনেতা। এই দিনটা তাই ‘ওয়ার্কিং বার্থডে’ হতে চলেছে বরুণের।আর তাই আরও বেশী খুশি তিনি।টিম সার্কাসও যে কোনও না কোন প্ল্যান করবে আশা করছেন বরুণ , তবে সন্ধেবেলা কেক কেটে পরিবারের সঙ্গেই জন্মদিন উদযাপন করতে চান অভিনেতা।

তবে ২০২০’র জন্মদিনটা তাঁর মনের ভীষণই কাছের।গত বছর এইদিনে বরুণ শুটিং করছিলেন অমৃতসরে।আর তাঁর জন্মস্থান জলন্ধর। অমৃতসরের একদম কাছে। জন্মদিনে তাই দারুণ সারপ্রাইজ দেন তাঁর ছোটবেলার বন্ধুরা। শুটিংয়েই সেলিব্রেট হয় তাঁর জন্মদিন। এই বছর জন্মদিনে বরুণের রেজোলিউশন কী? বরুণের কথায়, ২০২০ সাল সবার জন্যই ভীষণ কঠিন ছিল। যদিও নিজের সঙ্গে এবং পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটানো গেছে। নিজস্ব ‘গ্রোথের’ অনেকটাই পরিবর্তন ঘটেছে। তাই তাঁর জন্মদিনের রেজোলিউশন হল, কম করে বছরে দুবার পরিবারের সঙ্গে ছুটি কাটাতে যাবেন। সেখানে কাজের কোনও প্রসঙ্গ থাকবে না।শুধুমাত্র নিজেকে আর পরিবারকে সময় দেবেন। অভিনেতা হওয়ার আগের জন্মদিনে বাসনা আর পরের বাসনার মধ্যে কোনও পার্থক্য আছে? বরুণের উত্তর ,”প্রথম ছবির আগে প্রতিটা জন্মদিনে একটাই বাসনা ছিল তাঁর, একদিন নিজের অভিনীত ছবি থিয়েটারে বসে দেখবেন। আর এখন একটাই প্রার্থনা সারাজীবন এই ভাবেই যেন মানুষকে আনন্দ দেয় তাঁর অভিনয়।”

 

Next Article