করোনার টিকার দ্বিতীয় ডোজ নিয়েও কোভিডে আক্রান্ত হলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা আলমগীর। মঙ্গলবার এ কথা নিজেই জানিয়েছেন অভিনেতার স্ত্রী গায়িকা রুনা লায়না।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে স্বামীর করোনা আক্রান্ত হওয়ার খবর জানান রুনা লায়লা। তিনি লেখেন, “আলামগির সাহেবের করোনা ধরা পড়েছে। স্থানীয় এক হাসপাতালে চিকিৎসক এবং নার্সরা তাঁর চিকিৎসা করছে। তিনি ভাল আছেন। পরিবারের পক্ষ থেকে আপনাদের সবার কাছে আমাদের অনুরোধ, আপনারা ওঁর দ্রুত আরোগ্য কামনা করুন। আমাদের মিলিত শুভেচ্ছাই ওকে দ্রুত সুস্থ করে তুলবে।”
বাংলাদেশের দৈনিক ‘প্রথম আলো’র এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, করোনার দ্বিতীয় ডোজ নেওয়ার আগের দিন থেকে তাঁর কাশি ছিল। এর পর গত ১৮ এপ্রিল করোনা পরীক্ষা করালে আলমগীরের রিপোর্ট পজেটিভ আসে। রুনা লায়লার করোনা রিপোর্ট যদিও নেগেটিভ এসেছে। তবে এখনও পর্যন্ত তাঁর অক্সিজেনের মাত্রা ঠিক আছে বলেই জানা যাচ্ছে। আপাতত প্রিয় নায়কের সুস্থতা কামনায় দুই বাংলার সেলেব থেকে সাধারণ।
এ দিকে টলিউডেও মঙ্গলবার একই সঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন জিৎ এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। দুজনেরই বাড়িতে থেকে চিকিৎসা চলছে। দিন কয়েক আগেই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বাংলাদেষের বর্ষীয়ান অভিনেতা কবরীর। এক বেসরকারি হাসপাতালে ১২ দিন যুদ্ধ করে ১৭ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।