সইফের পর এ বার ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন শর্মিলা ঠাকুর

Mar 21, 2021 | 12:02 AM

সাবার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, মাস্কে মুখ ঢেকে হাতে ভিকট্রি সাইন দেখিয়ে পোজ দিয়েছেন শর্মিলা। এ মাসেরই গোড়ার দিকে ভ্যাকসিন নিয়েছিলেন সইফ। কিন্তু টিকা নিয়েই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়েন অভিনেতা।

সইফের পর এ বার ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন শর্মিলা ঠাকুর
শর্মিলা ঠাকুর

Follow Us

ছেলের পর মা’ও। কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন শর্মিলা ঠাকুর। শনিবার মায়ের ভ্যাকসিন নেওয়ার ছবি পোস্ট করেন শর্মিলা কন্যা সাবা আলি খান। গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতাল থেকে এ দিন ভ্যাকসিন নেন ওই প্রবাদ প্রতিম অভিনেত্রী।

সাবার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, মাস্কে মুখ ঢেকে হাতে ভিকট্রি সাইন দেখিয়ে পোজ দিয়েছেন শর্মিলা। এ মাসেরই গোড়ার দিকে ভ্যাকসিন নিয়েছিলেন সইফ। কিন্তু টিকা নিয়েই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়েন অভিনেতা। ৫০ বছরের সইফ কেন ‘সাত তাড়াতাড়ি’ টিকা পেলেনব তা নিয়েই প্রশ্ন তোলেন নেটিজেনদের একাংশ।

 

মায়ের ভ্যাকসিন নেওয়ার ছবি পোস্ট করেন শর্মিলা কন্যা সাবা আলি খান।

ভারতে দ্বিতীয় দফার টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছে গত ১ মার্চ থেকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানান হয়েছে টিকাকরণের ক্ষেত্রে ষাটোর্ধ্ব ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। যদি ৪৫ বছরের কোনও ব্যক্তি কোমরবিডিটি যেমন লিভার সিরোসিস, ক্যানসারের মতো রোগে আক্রান্ত হয়ে থাকেন সেক্ষেত্রে তাঁদেরও আগে টিকা নেওয়ার ব্যবস্থা থাকবে। নেটিজেনদের ক্ষোভ, সইফ এই দুই ক্রাইটেরিয়ার অন্তর্গত নন। তা-ও কেন টিকা পেলেন তিনি, সেই প্রশ্নেই উত্তাল ছিল সোশ্যাল মিডিয়া।

তবে বর্ষীয়ান অভিনেতাদের মধ্যে শর্মিলা ছাড়াও এখনও পর্যন্ত টিকা নিয়েছেন ধর্মেন্দ্র, হেমা মালিনী, জীতেন্দ্র, কমল হাসান, রাকেশ রোশনসহ অনেকেই।

 

Next Article