‘অশ্বত্থামা’-র চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল।এই চরিত্রে অভিনয় করার জন্য ভিকিকে ঘোড়ায় চড়া, তীরন্দাজি থেকে শুরু করে নানা ধরণের মার্শাল আর্ট শিখতে হচ্ছে। প্রায় তিন মাসের একটা ট্রেনিং নিতে হবে। ফেব্রুয়ারি থেকে ভিকির ট্রেনিং শুরু হওয়ার কথা ছিল। এবং সেই ট্রেনিং যে শুরুও হয়ে গিয়েছে তার প্রমাণ মিলল ভিকির ইনস্টা পোস্টে। হাতে তির, কোমড়ে লাগানো ধনুক। ‘রাজি’ খ্যাত অভিনেতা লক্ষ্যভেদের জন্য প্রস্তুত হচ্ছেন।
আরও পড়ুন কেন্দ্রের নির্দেশিকা ‘না মেনে’ ভ্যাকসিন নিলেন সৃজিত, উধাও হল টিকা নেওয়ার ফেসবুক পোস্ট
তবে অভিনেতার মুখ দেখা যাচ্ছে না। মাথায় টুপি, গাঢ় সবুজ রঙের টিশার্ট। কালো হাফ প্যান্টে দেখা যাচ্ছে ভিকিকে। ক্যাপশনে লেখেন, ‘কঠোর পরিশ্রম এমন এক জিনিস যা আপনি সময়ের সঙ্গে ম্যারিনেট করতে হয়… এটি মাইক্রোভেবল নয়।’
দু’বছর আগে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার হিট ‘উরি: দ্য সার্জিকাল স্টাইক’ উদযাপনে ভিকি নিজের টুইটারে হ্যান্ডেলে পোস্ট করেন ‘দ্য ইমর্টাল অশ্বথামা’-র পোস্টার। তাও একটা নয় দু’-দু’টো পোস্টার। পোস্টারের লুকে যা বোঝা যাচ্ছিল তা হলে একেবারে সায়েন্টিফিক ফিকশন ছবি হতে চলেছে ‘দ্য ইমর্টাল অশ্বথামা’। শুধু সাই-ফাই ছবি বললেও খুব কম বলা হবে। ‘মহাভারত’-এর চরিত্রগুলো জীবন্ত হয়ে উঠবে এই সাই-ফাই ছবিতে।
ছবির অনেকটা অংশ শুটিং হবে বিদেশে। ইউরোপ এবং আইসল্যাণ্ডে শ্যুটিং করার কথা ভাবা হয়েছে। বাকি শুটিং মুম্বাইয়ে। যদিও কোভিড পরিস্থিতির জন্য বিদেশে শুটিং করা নিয়ে একটু ধন্ধেই আছে গোটা টিম।পরিস্থিতি অনুযায়ী লোকেশন পাল্টেও যেতে পারে।তবে পোস্ট প্রোডাকশনের পুরো কাজটাই হবে আমেরিকায়।’উরি’র পর এই জুটি আবার কী তাক লাগায় এখন সেটাই দেখার।