যৌনতায় ভিকি কৌশল ঠিক কী চান? অভিনেতার উত্তর হতবাক করে দেবে
কাজলের এই প্রশ্নে খুব একটা ভাবার সময় নেননি ভিকি। অল্প কথাতেই কাজ সেরেছেন। ভিকি স্পষ্ট জানান, ''নাহ নাহ, আমার কাছে ভাল যৌনতাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কথাবার্চা তো সেক্সের পরেও হতে পারে। '' ভিকির এমন মন্তব্যে একেবারে অবাক ভিকি কৌশল। আর পাশে বসে কৃতী স্যানন হেসে কুপোকাত।

সদ্য় ছেলের বাবা হয়েছেন বলিউডের হ্যান্ডসাম হিরো ভিকি কৌশল। মঙ্গলবারই হাসপাতাল থেকে স্ত্রী ক্যাটরিনা ও ছেলেকে নিয়ে বাড়ি ফিরেছেন ভিকি। আর তারই মধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল ভিকির একটি সাক্ষাৎকারের ভিডিয়ো। যেখানে যৌনতা, সঙ্গম নিয়ে খুল্লমখুল্লা কথা বলেছেন অভিনেতা।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি টুইঙ্কল খান্না ও কাজলের টক শোয়ে হাজির হয়েছিলেন ভিকি কৌশল। সঙ্গে ছিলেন কৃতী স্য়ানন। আর সেখানেই কাজলের প্রশ্নে একেবারে ছক্কা মারেন ভিকি। ভিকির মুখে এমন উত্তর শুনে কাজল আর টুইঙ্কল তো একেবারে হতবাক!
ভিকিকে কাজল কী জিজ্ঞাসা করেছিলেন?
সোশাল মিডিয়ায় এই সাক্ষাৎকারের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে কাজল ভিকিকে জিজ্ঞাসা করেছেন, যৌনতার বেশি গুরুত্বপূর্ণ নাকি ভাল কথোপকথন? কাজলের এই প্রশ্নে খুব একটা ভাবার সময় নেননি ভিকি। অল্প কথাতেই কাজ সেরেছেন। ভিকি স্পষ্ট জানান, ”নাহ নাহ, আমার কাছে ভাল যৌনতাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কথাবার্তা তো সেক্সের পরেও হতে পারে। বেশি কথাবার্তা বলে, বেকার সময় নষ্ট না করাই ভাল। ওটা পরে ঠিক হয়ে যাবে। ” ভিকির এমন মন্তব্যে একেবারে অবাক ভিকি কৌশল। আর পাশে বসে কৃতী স্যানন হেসে কুপোকাত।
এই মুহূর্তে ভিকি কৌশল ব্যস্ত রয়েছেন সঞ্জয় লীলা বনশালির লাভ অ্যান্ড ওয়ার ছবিতে। যেখানে তাঁকে দেখা যাবে রণবীর কাপুর ও আলিয়া ভাটের সঙ্গে।
