অনির্বাণের গানে, লিপ দিলেন বিদ্যা, কোন সুখবর শেয়ার করলেন নায়িকা?
বিদ্যা জানিয়েছেন, তিনি খুব খুশি। তাঁর খুশির কারণ হল তিনি নিজে, সঞ্জয় দত্ত, সইফ আলি গান অভিনীত 'পরিণীতা' আবার রি-রিলিজ করছে আগামী ২৯ অগস্ট। এই ছবির হাত ধরেই হিন্দি ছবিতে তাঁর ডেবিউ হয়।

বলিউড অভিনেত্রী বিদ্যা বালনকে বাঙালি ঘরের মেয়ে হিসেবেই দেখে এসেছে। আর নায়িকা নিজেও বারবার জানিয়েছেন তাঁর সঙ্গে বাংলার যোগ নিবিড়। নিজের অভিনয় কেরিয়ারও শুরু করেছিলেন বাংলা ছবি দিয়ে। এখন আবার তিনি খবরের শিরোনামে উঠে এসেছেন, কারণ সেই বাংলা যোগ। সোমবার তাঁর স্যোশাল মিডিয়ার পাতায় বিদ্যা নিজেই একটি পোস্ট শেয়ার করেন, সেই পোস্ট এখন ভাইরাল। নায়িকার পোস্টে দেখা যাচ্ছে তিনি অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের ভাইরাল একটি গান ‘আমাদের বকুল তলায় ভিড় জমেছে…’ গানের সঙ্গে লিপ দিতে দিতে তাঁর ফ্যানদের একটি খুশির খবর দিলেন।
বিদ্যা জানিয়েছেন, তিনি খুব খুশি। তাঁর খুশির কারণ হল তিনি নিজে, সঞ্জয় দত্ত, সইফ আলি গান অভিনীত ‘পরিণীতা’ আবার রি-রিলিজ করছে আগামী ২৯ অগস্ট। এই ছবির হাত ধরেই হিন্দি ছবিতে তাঁর ডেবিউ হয়। বক্স অফিসে এই ছবি দারুণ সফল। আর এই ছবির মুক্তির সঙ্গে রাতারাতি তারকার তকমা পান বিদ্যা বালন। বাঙালি পরিচালক প্রদীপ সরকার এই ছবিটি পরিচালনা করেন। বিদ্যা বালন নিজেকে মনে প্রানে বাঙালি ভাবেন, তাই একটি ভাইরাল বাংলা গানে লিপ দিয়ে এই সুখবর দিলেন বলি তারকা বিদ্যা বালন।
