বিদ্যুৎ জামাল। দেখতে দেখতে বলিউডে দশটা বছর কাটিয়ে ফেললেন। এবার বিদ্যুতের মুকুটে নতুন পালক। তিনি এখন শুধু অভিনেতা নন, প্রযোজকও। নিজের প্রযোজনা সংস্থা খুললেন বিদ্যুৎ। নাম দিয়েছেন ‘অ্যাকশন হিরো ফিল্মস’। তিনি অবশ্য একা নন, সহ-প্রযোজক হিসাবে পেয়েছেন আব্বাস সইদকেও।
দশ বছরে বলিউডে নিজের একটা জায়গা করে নিয়েছেন বিদ্যুৎ জামাল। কোনও ছবিতে তিনি থাকা মানেই ভরপুর অ্যাকশন। ফিটনেস স্টার হিসাবে তিনি পরিচিত। তাঁর প্রযোজনা সংস্থার নামের সঙ্গেও জুড়ে রয়েছে ‘অ্যাকশন হিরো’। তবে প্রযোজনা সংস্থার নামের সঙ্গে অ্যাকশন জুড়ে থাকলেও সব সময় অ্যাকশনধর্মী ছবিই যে তিনি বানাবেন এমন নয়। সব ধরণের ছবিই বানাবে তাঁর সংস্থা। প্রচুর নতুন ট্যালেন্টদের তুলে আনবে তাঁর প্রযোজনা সংস্থা। বিশ্বমানের ছবি বানাবার পরিকল্পনা তাঁর।
প্রযোজনা সংস্থা খুলে স্বাভাবিকভাবেই খুশি বিদ্যুৎ। তিনি বলেন, “দর্শক আমায় অনেক ভালবাসা দিয়েছে। তাঁদের ভালবাসার জোরেই আমি আজ প্রযোজক হতে পেরেছি। আমি যা ভালবাসা পেয়েছি,এবার তা ফিরিয়ে দেওয়ার পালা। এটা আমার কাছে একটা বড় সুযোগ।‘অ্যাকশন হিরো ফিল্মস’-এর মাধ্যমে আমি নতুন নতুন ট্যালেন্টদের তুলে আনব। এটা শুধু আমার একার মাইলস্টোন নয়, আমার পাশে যাঁরা যাঁরা দাঁড়িয়েছেন, এটা সবার।”
তেলেগু ছবি ‘শক্তি’ করে ভারতীয় ছবিতে আত্মপ্রকাশ করেছিলেন বিদ্যুৎ। এরপর নিশিকান্ত কামাতের ‘ফোর্স’ করে বলিউডে প্রবেশ করেন তিনি। এরপর একের পর এক অ্যাকশন ছবিতে অভিনয় করেন তিনি। নিজেকে অ্যাকশন হিরো হিসাবে প্রতিষ্ঠিত করেন। সম্প্রতি ‘খুদা হাপিস চ্যাপ্টার ২’ এবং বিপুল শাহর সঙ্গে ‘সনক’-এ অভিনয় করলেন তিনি। ‘সনক’-ই তাঁর বিপরীতে অভিনয় করছেন রুক্মিণী মৈত্র। বলিউডে এটিই রুক্মিণীর ডেবিউ ছবি।
আরও পড়ুন:মহারাষ্ট্র জুড়ে লকডাউন, পিছিয়ে গেল ‘ব্রহ্মাস্ত্র’-র শুটিং