দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানার প্রেম বহুদিনের। যদিও নিজেদের প্রেমের কথা কোনওদিনই স্বীকার করেননি তাঁরা। এবার খবর রটেছে তাঁদের বিয়ের। হ্যাঁ, ঠিক শুনেছেন। শোনা যাচ্ছে এই ফেব্রুয়ারিতেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা। যদিও আর এক সূত্র জানাচ্ছে, বিয়ে নয়, বাগদান সারতে চলেছেন তাঁরা। গোপন সূত্র মারফৎ এও জানা যাচ্ছে, রশ্মিকা ও বিজয়ের বাগদানে রয়েছে এক কলকাতা-কানেশনও। বিয়ের মঞ্চ এলইডি স্ক্রিন দিয়ে সাজানোর বরাত পড়েছে কলকাতা-বাসী এক ব্যবসায়ীর উপর। ইতিমধ্যেই অন্ধপ্রদেশ গিয়ে ‘রেকি’ করাও হয়ে গিয়েছে, এমনটাই টিভিনাইন বাংলাকে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক সেই ব্যক্তি। যদিও তাঁরা বিয়ে বা বাগদান নিয়ে মুখে কুলুপ এঁটেছেন ওঁরা। বরং কিছু দিন আগে করণ জোহরের টক শো’য়ে রশ্মিকাকে নিয়ে বিজয়কে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, তাঁরা দু’জনেই খুব ভাল বন্ধু। এর বাইরে আর কোনও সম্পর্ক নেই তাঁদের।
তবে কিছু দিন আগে ফাঁস হয়ে যায় সব কিছুই। এক টক শো-য়ে সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘অ্যানিম্যাল’-এর প্রচারে হাজির হয়েছিলেন রণবীর কাপুর ও রশ্মিকা মন্দানা। সেখানেই ঘটে এক মজার ঘটনা। অ্যানিম্যাল ও অর্জুন রেড্ডি (কবীর সিংয়ের দক্ষিণী ভার্সন)–এই দুই ছবিরই পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। অ্যানিম্যাল কেমন লেগেছে বিজয়ের? তা জানতে ওই শো থেকেই ছবিটির অভিনেতা রণবীর কাপুর ফোন করেন বিজয়কে। কিন্তু তিনি ফোন ধরেননি। ওদিকে রশ্মিকা ফোন করতেই সেই ফোন ধরেন বিজয়। বিজয় ফোন ধরতেই রশ্মিকা সাবধান করে দেন তাঁকে, বলে দেন তাঁর ফোন লাউড স্পিকারে আছে। ব্যস বাকিটা ভক্তদের বুঝে নিতে আর অসুবিধে হয়নি। নিজেরা সম্পর্কের কথা কবে অফিসিয়ালি বলেন, এখন সেটাই দেখার।