তাঁর বলিউডি ইনিংস নিয়ে মুগ্ধ দর্শক। তাঁর পরিচালিত ‘দ্য তাসখন্দ ফাইনস’, ‘বুদ্ধা ইন আ ট্রাফিক জ্যাম’ দেখে এক অংশের দর্শক যেমন প্রশংসা করেছেন। আর এক অংশ সমালোচনাও করতে ছাড়েননি। তিনি অর্থাৎ পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ‘দ্য কাশ্মীর ফাইলস্’-এর প্রচারে কলকাতায় এসে বললেন, “টলিউড ডাকলেই আমি ছবি করতে রাজি।”
‘দ্য কাশ্মীর ফাইলস্’- নাম শুনেই বোঝা যাচ্ছে, এ ছবির রসদ আর পাঁচটা বলিউডি (bollywood) ছবির থেকে কিছুটা আলাদা। এ ছবি হয়তো দর্শককে ভাবাবে। কলকাতায় এসে সেই ভাবনাই আরও উস্কে দিলেন ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri ) এবং অভিনেত্রী তথা প্রযোজক পল্লবী যোশী।
বিবেকের কথায়, “এই বিষয় নিয়ে এর আগে কেউ ছবি করেননি। সে কারণেই এই বিষয়টা আমি এবং পল্লবী বেছে নিয়েছি। কাশ্মীরি পণ্ডিতদের পরিবারে গিয়ে তথ্য জোগাড় করেছি। সব ডকুমেন্টেড রয়েছে।”
এই ছবি কি তাহলে রাজনৈতিক? এই প্রশ্নের উত্তরে বিবেক বললেন, “রাজনীতি কোথায় নেই বলুন? সব কিছুতেই তো রাজনীতি। সে ভাবে দেখতে গেলে এই ছবিকে সোশিও পলিটিক্যাল বলা যেতে পারে।”
এ ছবিতে বহুদিন পরে দেখা যাবে মিঠুন চক্রবর্তীর অভিনয়। ফলে কলকাতার আলাদা নজর থাকবেই। মিঠুনের সঙ্গে কাজ সব সময়ই আনন্দের, তেমনটাই জানালেন পরিচালক।
আরও পড়ুন, মা হতে চলেছেন শ্রেয়া ঘোষাল, নিজেই সুখবর শেয়ার করলেন
বহু বছর আগে বাংলা ছবির শুটিংয়ে কলকাতায় এসেছিলেন পল্লবী। এতদিন পরে এসে সেই চার্ম ফের অনুভব করছেন। কলকাতা মানেই তাঁর কাছে ইলিশ মাছ। দম্পতির জানালেন, তাঁদের জানা একমাত্র বাংলা বাক্য ‘আমি তোমাকে ভালবাসি।’
বিবেকের ছবি সব সময়ই বিতর্কের ইন্ধন দেয়। ‘দ্য তাসখন্দ ফাইনস’, ‘বুদ্ধা ইন আ ট্রাফিক জ্যাম’-এর কথা এই প্রসঙ্গে দর্শক নিশ্চয়ই মনে করতে পারবেন। এ হেন বিবেক পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়েও যথেষ্ট সচেতন। সামনেই বিধানসভা নির্বাচন। বিবেকের দাবি, “পশ্চিমবঙ্গকে ভালবাসি, তাই বলছি, পরিবর্তন প্রয়োজন।”