AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রণবীরের ‘রামায়ণ’ থেকে কেন এক টাকাও নিচ্ছেন না বিবেক ওবেরয়? মুখ খুললেন অভিনেতা

রাময়ণ ছবির কাস্টি নিয়ে প্রথম থেকেই নানা কৌতুহল নজরে পড়েছিল সিনেপ্রেমীদের। রামের চরিত্রে রণবীর, সীতার চরিত্রে সাই পল্লবীর কথা সবার আগে প্রকাশ্যে আসে। এমনকী ভাইরাল হয় তাঁদের লুকও। তারপরই জানা যায়, এই ছবিতে বিভীষণের চরিত্রে দেখা যাবে বিবেক ওবেরয়কে।

রণবীরের 'রামায়ণ' থেকে কেন এক টাকাও নিচ্ছেন না বিবেক ওবেরয়? মুখ খুললেন অভিনেতা
| Updated on: Oct 29, 2025 | 3:04 PM
Share

রণবীর কাপুরের রামায়ণ ছবি নিয়ে কৌতুহলের শেষ নেই সিনে দুনিয়ায়। ইতিমধ্য়েই রাম রূপে রণবীরের ঝলক দেখে মুগ্ধ অনুরাগীরা। পরিচালক নীতেশ তিওয়ারির রামায়ণ যে বলিউডের ল্য়ান্ডমার্ক ছবি হতে চলেছে তা ঝলকেই প্রমাণ পাওয়া গিয়েছিল। তবে এ খবর রামায়ণের রামকে নিয়ে নয়, বরং এই খবরের হিরো বিভীষণ ওরফে বলিউড অভিনেতা বিবেক ওবেরয়।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। রাময়ণ ছবির কাস্টি নিয়ে প্রথম থেকেই নানা কৌতুহল নজরে পড়েছিল সিনেপ্রেমীদের। রামের চরিত্রে রণবীর, সীতার চরিত্রে সাই পল্লবীর কথা সবার আগে প্রকাশ্যে আসে। এমনকী ভাইরাল হয় তাঁদের লুকও। তারপরই জানা যায়, এই ছবিতে বিভীষণের চরিত্রে দেখা যাবে বিবেক ওবেরয়কে। আর এবার নতুন খবর, এই চরিত্রে অভিনয়ের জন্য এক টাকাও নেননি বিবেক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবেক জানিয়েছেন, প্রযোজক নমিতকে আমি স্পষ্ট বলেছিলাম, আমার একটাকাও প্রয়োজন নেই। বরং আমার পারিশ্রমিকটা দান করা হোক কোনও স্বেচ্ছসেবী সংস্থায়। যে সংস্থা ক্য়ানসার আক্রান্ত শিশুদের চিকিৎসার ব্যবস্থা করে, সেখানেই টাকা দেওয়া হোক।

বিবেক ওবেরয় আরও বলেন, নীতেশ তিওয়ারির এই রামায়ণ ছবিটি বলিউডের মাইলস্টোন ছবি হতে চলেছে। এত বড় মাপের ছবি আর কোনও দিনই তৈরি হয়নি বলিউডে। এই ছবি বলিউডকে একেবারে পালটে দেবে। রণবীর অসাধারণ। এই ছবির মুক্তির জন্য আমি মুখিয়ে আছি।