শোনা যাচ্ছে, এই বছরের ডিসেম্বরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। তাঁদের প্রেম নিয়ে মানুষের মনে আলোচনার শেষ নেই। এ সবের মধ্যেই স্বস্তিকা দত্ত ও ইমন চক্রবর্তীর এক ভিডিয়ো নিয়ে নেটমাধ্যমে নানা চর্চা। সম্প্রতি ডিজাইনার অভিষেক রায়ের এক ইভেন্টে এসেছিলেন স্বস্তিকা-ইমন। সেখানে আচমকাই ক্যামেরার সামনে হেসে গড়িয়ে পড়তে দেখা যায় তাঁদের। যে পাপারাৎজি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছিল সেই ভিডিয়ো, সেখান থেকে প্রশ্ন করা হয়, তাঁদের ওই ভিডিয়োর এক ক্যাপশন দিতে। আর সেখানেই এমন সব কমেন্ট আসতে থেকে যা দেখে চোখ কপালে উঠবে আপনার।
উঠে এসেছে তাঁদের ব্যক্তিগত জীবন। প্রসঙ্গক্রমে সোহিনী ও স্বস্তিকা এঁরা দু’জনেই শোভনের প্রাক্তন প্রেমিকা। সেই প্রসঙ্গই টেনে এনে একজন লেখেন, “ওঁরা বলছে, শোভনের থেকে মুক্তি মিলেছে।” আর একজন লেখেন, “ওঁরা বলছে, একই ঢপ আমাকেও দিয়েছিল রে, তোকেও দিয়েছে?”
ইমনের সঙ্গে প্রেম ভাঙার পর স্বস্তিকার সঙ্গে সম্পর্কে জড়ান শোভন। তাঁদের যখন ব্রেকআপ হয়, রটে ইমনের জন্যই নাকি হয়েছে বিচ্ছেদ। প্রাক্তন ইমন চক্রবর্তীর সঙ্গে শোভনের পুনরায় বন্ধুত্বই নাকি পছন্দ হয়নি স্বস্তিকার, রটেছিল এমনটাই। এ নিয়ে টিভিনাইন বাংলা সরাসরি যোগাযোগ করেছিল ইমনের সঙ্গে। কী বলেছিলেন তখন ইমন? তাঁর কথায়, “আমি চাই ওঁরা ভাল থাকুক। তখনও শোভনের ভাল চেয়েছি এখনও ভাল চাই। স্বস্তিকার-শোভন দু’জনের সঙ্গেই আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমি জানি না ব্রেকআপ হয়েছে কিনা, আমি চাই না হোক। আর যা রটেছে আমি জাস্ট পাত্তাও দিতে চাই না। আই অ্যাম হ্যাপিলি ম্যারেড উইথ অ্যা পারফেক্ট হাজব্যান্ড।”