‘…আমরাও একসঙ্গে রয়েছি’, ডিভোর্সের গুঞ্জনের মাঝে ভাইরাল যিশু-নীলাঞ্জনার ভিডিয়ো

Sneha Sengupta |

Jul 24, 2024 | 2:17 PM

Jisshu Sengupta On Relatioship: তাঁরা নাকি একসঙ্গে নেই। তাঁরা অর্থাৎ অভিনেতা যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্ত। শোনা যাচ্ছে, যিশুর নাকি অন্যত্র সম্পর্ক তৈরি হয়েছে। তার মধ্যেই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যাতে যিশু বলছেন, "...আমরাও একসঙ্গে রয়েছি"

...আমরাও একসঙ্গে রয়েছি, ডিভোর্সের গুঞ্জনের মাঝে ভাইরাল যিশু-নীলাঞ্জনার ভিডিয়ো
নীলাঞ্জনা-যিশু।

Follow Us

স্ত্রী নীলাঞ্জনার সঙ্গে নাকি ছাড়াছাড়ি হবে অভিনেতা যিশু সেনগুপ্তর। এমনই খবর রটেছে। সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন নীলাঞ্জনা। সোশাল মিডিয়ায় নিজের নামের সঙ্গে জুড়ে থাকা ‘সেনগুপ্ত’ পদবী সরিয়ে ফেলেছেন তিনি। যিশুর সঙ্গে তোলা ছবিও মুছে ফেলেছেন। যিশুর অন্যত্র সম্পর্ক তৈরি হয়েছে। সেই খবরও মিলছে। শোনা যাচ্ছে, যিশু-নীলাঞ্জনার সাজানো সংসারটা নাকি আর নেই। হাসপাতাল থেকে ফিরে নীলাঞ্জনা পোস্ট করেছিলেন। ‘ভাল থাকার’ পোস্টে দুই মেয়ে সারা, জ়ারা ও বোন চন্দনার কথা উল্লেখ করেছিলেন। যিশুর নাম পর্যন্ত নেননি সেখানে। তাঁদের ছাড়াছাড়ির গুজবে ইন্ডাস্ট্রির অনেকেই বলছেন, “সময় সব ঠিক করে দেবে”। এতকাল ইন্ডাস্ট্রির চোখে আদর্শ কাপল হয়েই রয়েছেন যিশু-নীলাঞ্জনা। ফলে তাঁদের বিচ্ছেদের গুজবকে কেউই মন থেকে মনে নিতে পারছেন না। এর মধ্যেই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে নীলাঞ্জনাকে পাশে নিয়ে সম্পর্ক নিয়ে কথা বলতে শোনা যায় যিশুকে।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, যিশু বলছেন, “সম্পর্কে বোঝাপড়া থাকা খুব জরুরি বিষয়। সেটা স্বামী-স্ত্রী হোক আর যেই হোক। আমরা দু’জন দু’জনকে বুঝতে চাই না, এটা মনে হয় সব সম্পর্কের মধ্যেই হয়। সেটাকে মানিয়ে নিয়েই থাকতে হয়। আমরাও একসঙ্গে রয়েছি।”

২০০৪ সালে বিয়ে করেছিলেন নীলাঞ্জনা-যিশু। কিছুদিন আগেই পালন করেছেন তাঁদের ২০ বছরের বিবাহবার্ষিকী। যিশুর জীবনের চড়াই-উৎরাইয়ের সঙ্গী ছিলেন নীলাঞ্জনা। সাফল্যের সঙ্গে চালিয়েছেন তাঁদের প্রযোজনা সংস্থাও।

Next Article