অপরাজিতা-ঋষির কি প্রেম ছিল? শেষমেশ মুখ খুলেছিলেন অভিনেতা…

Sneha Sengupta |

Jun 29, 2024 | 3:15 PM

Rishi Kaushik : এমনটা মনে করা হত, একে-অপরের সঙ্গে সম্পর্কে আছেন অভিনেতা ঋষি কৌশক এবং অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস। সেই সময় এই নিয়ে কোনও কথাই বলেননি তাঁরা। তবে কয়েক বছর আগে এ বিষয়ে মুখ খুলেছিলেন ঋষি। তিনি খোলসা করেছিলেন, তাঁদের মধ্যে প্রেম ছিল কি না।

অপরাজিতা-ঋষির কি প্রেম ছিল? শেষমেশ মুখ খুলেছিলেন অভিনেতা...

Follow Us

৯০ দশকের গোড়ার দিকে টেলিভিশনের পর্দায় আবির্ভাব হয় এক জুটির। সেই জুটির একজন ঋষি কৌশিক এবং অপরজন অপরাজিতা ঘোষ দাস। ‘একদিন প্রতিদিন’, ‘নীল নির্জন’-এর মতো সিরিয়ালে অভিনয় করেছেন তাঁরা। খুব অল্প সময়ের মধ্যে ঋষি-অপরাজিতার অন-স্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। এতটাই মন ছুঁয়ে গিয়েছিল যে, এখনও পর্যন্ত মানুষ তাঁদের মনে রেখে দিয়েছেন। ঋষি-অপরাজিতাকে নিয়ে নানা ধরনের গুঞ্জন ছড়িয়েছিল সেই সময়। এমনটা মনে করা হত, একে-অপরের সঙ্গে সম্পর্কে আছেন তাঁরা। সেই সময় এই নিয়ে কোনও কথাই বলেননি তাঁরা। তবে কয়েক বছর আগে এ বিষয়ে মুখ খুলেছিলেন ঋষি। তিনি খোলসা করেছিলেন, তাঁদের মধ্যে প্রেম ছিল কি না।

এক সাক্ষাৎকারে ঋষি অকপট বলেছিলেন, “আমার এবং অপরাজিতার ভীষণই সুন্দর জুটি ছিল পর্দায়। দর্শকের কাছে সেই জুটি ছিল গ্রহণযোগ্য। আজও অপরাজিতা আমার সবচেয়ে প্রিয় সহ-অভিনেতা। একথা আমি আজও স্বীকার করি, ওই ছিল আমার সেরা নায়িকা।”

তারপর তিনি বলেছিলেন, “আমার এবং অপরাজিতার অন-স্ক্রিন কেমিস্ট্রির মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছিল দর্শকের মনে। সুতরাং, ব্যক্তিজীবনে মানুষ মনে করতেন অপরাজিতা আমার স্ত্রী। আমি অনেক শো করতে গিয়েছি বাইরে। বিভিন্ন জেলায়-মাচায় শো হত। আমি একা গেলে সকলে আমায় জিজ্ঞেস করতে বউদি আসেনি। এই বউদি বলতে তাঁরা অপরাজিতার কথাই বলতেন।”

 

Next Article