“আমার কাল হয়ে গেছে। আরবানাতে ফ্ল্যাট কেনা আমার কাল হয়ে গেছে।” মাথা চাপড়ে এমন একটি কথা বলেছিলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। সদ্য লোকসভা নির্বাচনে হুগলীর তৃণমূল প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়ী হয়েছেন রচনা। পরাজিত করেছেন অভিনেত্রী এবং বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে। রচনা থাকেন দক্ষিণ কলকাতার একটি বিরাট মূল্যের অ্যাপার্টমেন্টে। অ্যাপার্টমেন্টের নাম আরবানা। সেখানে প্রত্যেকটি ফ্ল্যাটই সুসজ্জিত। এরকমই একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের বাসিন্দা রচনা ‘দিদি নম্বর ওয়ান’-এ কেন বললেন, আরবানা অ্যাপার্টমেন্টে থাকা তাঁর জন্য কাল হয়ে গিয়েছে। কেন এমন কথা বলতে বাধ্য হয়েছিলেন রচনা, জানেন?
এর কারণ প্রতিযোগী ঋতুপর্ণা সেনকে (যাঁকে সকলে ঋ নামেই চেনেন ইন্ডাস্ট্রিতে) ‘দিদি নম্বর ওয়ান’-এর একটি বিশেষ এপিসোডে রচনা বলেছিলেন, “দেড় বছর ধরে শুনছি তুই আমাকে তোর ফ্ল্যাটে আমন্ত্রণ জানাবি। কিন্তু আজ পর্যন্ত তোর কাছ থেকে কোনও ডাক পেলাম না।” রচনার মুখে এই কথা শুনে ঋতুপর্ণা জানিয়েছিলেন, রচনা আরবানাতে থাকেন। তিনি কি ঋতুপর্ণার ছোট্ট ফ্ল্যাটে আসবেন?
ঋতুপর্ণার মুখে এই কথা শুনে হাসতে-হাসতে প্রায় লুটিয়ে পড়ে মাথা চাপড়েছিলেন রচনা। বলেছিলেন, “এটা আমার কাল হয়ে গেছে। আরবানাতে ফ্ল্যাট কেনা আমার কাল হয়ে গেছে।” অভিনেত্রী ঋ কিন্তু আর কাউকেই কখনও তাঁর অ্যাপার্টমেন্টে ডাকেননি। তিনি মনে করেন, তিনি যে বাড়িতে থাকেন, সেটি খুব ছোট। লোকজন যদি তাঁর অ্যাপার্টমেন্টে এসে বলেন, “বাবা তুই কি ছোট বাড়িতে থাকিস!” সেই কটাক্ষ থেকে বাঁচতেই নাকি ঋতুপর্ণা কাউকে নিজের বাড়িতে ডাকেন না।