‘সেক্সি নয়…’, সিনেমায় নামার জন্যে ওয়াহিদাকে কী পরিবর্তন করতে বলা হয়?
সম্প্রতি জাতীয় টেলিভিশনের একটি অনুষ্ঠানে অনুপম খবরের সঙ্গে আড্ডা দিতে গিয়ে জানালেন, গুরু দত্ত তাঁর নাম পরিবর্তন করতে চাইলেও তিনি সিনেমার জগতে আসার জন্য কিছুতেই রাজি হননি তাঁর নাম পরিবর্তন করতে।

হিন্দি ছবির কিংবদন্তি অভিনেত্রী ওয়াহিদা রহমন বলিউডে আসার দিন থেকে বুঝিয়ে দিয়েছিলেন, তিনি নিজের মতো করেই নিজের জায়গা তৈরি করবেন। বলিউডে নতুন হওয়া সত্বেও নিজের পরিচালক ও প্রযোজকদের কথার বিরুদ্ধে গিয়ে নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। সম্প্রতি জাতীয় টেলিভিশনের একটি অনুষ্ঠানে অনুপম খবরের সঙ্গে আড্ডা দিতে গিয়ে জানালেন, গুরু দত্ত তাঁর নাম পরিবর্তন করতে চাইলেও তিনি সিনেমার জগতে আসার জন্য কিছুতেই রাজি হননি তাঁর নাম পরিবর্তন করতে।
ঘটনাটা ঠিক কী হয়েছিল জানতে চাইলে তিনি বলেন, ” তখন আমি বলিউডে একদম নতুন কাজ করছিলাম, আমার নামটা পছন্দ হয়নি আমার প্রযোজক ও পরিচালকের। রাজ খোসলা ও গুরু দত্তের বলেন, নাম পরিবর্তন করতে হবে, কারণ আমার নাম ওয়াহিদা সাধারণ মানুষ বুঝতে পারবেন না, নামটা আকর্ষণীয় নয়, সেক্সি নয় আরও কত কী বলেছিলেন। উদাহরণ দিয়েছিলেন দিলীপ সাহেব ও সিনেমার জন্য নাম পরিবর্তন করেছিলেন, তবে আমিও খুব জেদি ছিলাম, বলেছিলাম, আমার বাবা মা এর দেওয়া নাম পরিবর্তন করতে পারব না কিছুতেই।”
এই কথা শুনে অনুপম খের বলেন, “আপনার নামতে বেশ রাজকীয় নাম”। এই কথা শুনে ওয়াহিদা রহমান বলেন,” আজ আমি নাম করেছি, বলে মনে হচ্ছে তখন আমার জন্য এই সিদ্ধান্তে অটল থাকা বেশ সাহসের ছিল।” এমনকি নিজের ছবিতে কাজের জন্য নিজের কস্টিউম ও তিনি নিজে বারবার বলে জানিয়ে দেন, এই জেদই ওয়াহিদা রহমানকে বলিউডের কিংবদন্তি অভিনেত্রী করে তুলেছে। আজীবন পর্দায় নিজের অভিনয় ও মার্জিত রূপে দর্শকদের মন ভুলিয়েছেন। পেয়াসা,গাইড , সিআইডি, তিসরি কসম মশাল, থেকে শুরু করে লমহে ছবিতে নিজের অভিনয়ের স্বাক্ষর রেখেছেন।
