Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘কভি খুশি কভি গম’-এ শাহরুখের পুত্র কত বড় হয়েছেন? তিনি নাকি মহিলাদের ‘মন চুরি’ করছেন…

Jibraan Khan: 'কভি খুশি কভি গম' ছবিতে শাহরুখ খানের পুত্র কৃশের চরিত্রে অভিনয় করেছিলেন জিব্রান খান। এখন কী করছেন তিনি? কত বড় হয়েছেন? তিনি নাকি মন চুরি করে নিয়েছেন হাজার-হাজার জেন জ়ির।

| Updated on: Jul 08, 2024 | 11:57 AM
'কভি খুশি কভি গম' ছবিতে ছোট্ট কৃশকে মনে আছে। সেই ছোট্ট ছেলেটা যে, বাবা-মাকে নিয়ে লম্বা স্পিচ দিয়েছিল। সেই শিশু শিল্পী কিন্তু এখন অনেক বড় হয়ে গিয়েছে। তাঁকে দেখে চোখই ফেরাতে পারছেন না মেয়েরা। তিনি মন চুরি করে নিয়েছেন হাজার-হাজার মেয়ের।

'কভি খুশি কভি গম' ছবিতে ছোট্ট কৃশকে মনে আছে। সেই ছোট্ট ছেলেটা যে, বাবা-মাকে নিয়ে লম্বা স্পিচ দিয়েছিল। সেই শিশু শিল্পী কিন্তু এখন অনেক বড় হয়ে গিয়েছে। তাঁকে দেখে চোখই ফেরাতে পারছেন না মেয়েরা। তিনি মন চুরি করে নিয়েছেন হাজার-হাজার মেয়ের।

1 / 8
সেই ছোট্ট কৃশের আসল নাম জিব্রান খান। 'কভি খুশি কভি গম' ছবিতে তাঁকে দেখা যায় শাহরুখ খান ও কাজলের পুত্রের চরিত্রে।

সেই ছোট্ট কৃশের আসল নাম জিব্রান খান। 'কভি খুশি কভি গম' ছবিতে তাঁকে দেখা যায় শাহরুখ খান ও কাজলের পুত্রের চরিত্রে।

2 / 8
জিব্রানের এখন ৩০ বছর বয়স। ২০০১ সালে 'কভি খুশি কভি গম' ছবিতে অভিনয় করার পরের বছরই মুক্তি পায় তাঁর ছবি 'রিস্তে'। তারপর ২০ বছরের বিরতি। আর তাঁকে দেখা যায়নি। ২০২৪ সালে মুক্তি পায় তাঁর ছবি 'ইস্ক বিস্ক রিবাউন্ড'। ছবিতে তিনিই নায়ক।

জিব্রানের এখন ৩০ বছর বয়স। ২০০১ সালে 'কভি খুশি কভি গম' ছবিতে অভিনয় করার পরের বছরই মুক্তি পায় তাঁর ছবি 'রিস্তে'। তারপর ২০ বছরের বিরতি। আর তাঁকে দেখা যায়নি। ২০২৪ সালে মুক্তি পায় তাঁর ছবি 'ইস্ক বিস্ক রিবাউন্ড'। ছবিতে তিনিই নায়ক।

3 / 8
এখানে একটা কথা না বললেই নয়। জিব্রানের বাবাও অভিনেতা। তিনি অভিনয় করেছেন বিআর চোপড়ার 'মহাভারত'-এ। অভিনেতার নাম ফিরোজ় খান। 'মহাভারত'-এ তাঁকে দেখা যায় অর্জুনের চরিত্রে।

এখানে একটা কথা না বললেই নয়। জিব্রানের বাবাও অভিনেতা। তিনি অভিনয় করেছেন বিআর চোপড়ার 'মহাভারত'-এ। অভিনেতার নাম ফিরোজ় খান। 'মহাভারত'-এ তাঁকে দেখা যায় অর্জুনের চরিত্রে।

4 / 8
বাবার সূত্রেই ছবি নির্মাতাদের নজরে এসেছিলের ছোট্ট জিব্রান। ১৯৯৯ সালে শিশুশিল্পী হিসেবে তাঁর প্রথম কাজের সুযোগ আসে। ছবির নাম 'বাড়ে দিলওয়ালা'। ২০০১ সালে গোবিন্দা এবং সুস্মিতা সেনের পুত্র চিন্টুর চরিত্রে 'কিউ কি... ম্যায় ঝুট নেহি বোলতা' ছবিতে অভিনয় করেন জিব্রান। তারপর আসে 'কভি খুশি কভি গম'-এর ব্রেক। ২০০০ সালে টিভি সিরিজ় 'বিষ্ণু পূরাণ'-এ ধ্রুবর চরিত্রে দেখা যায় জিব্রানকে।

বাবার সূত্রেই ছবি নির্মাতাদের নজরে এসেছিলের ছোট্ট জিব্রান। ১৯৯৯ সালে শিশুশিল্পী হিসেবে তাঁর প্রথম কাজের সুযোগ আসে। ছবির নাম 'বাড়ে দিলওয়ালা'। ২০০১ সালে গোবিন্দা এবং সুস্মিতা সেনের পুত্র চিন্টুর চরিত্রে 'কিউ কি... ম্যায় ঝুট নেহি বোলতা' ছবিতে অভিনয় করেন জিব্রান। তারপর আসে 'কভি খুশি কভি গম'-এর ব্রেক। ২০০০ সালে টিভি সিরিজ় 'বিষ্ণু পূরাণ'-এ ধ্রুবর চরিত্রে দেখা যায় জিব্রানকে।

5 / 8
এখন তিনি নায়ক হিসেবে বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করার চেষ্টা করছেন। অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র' ছবিতে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন।

এখন তিনি নায়ক হিসেবে বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করার চেষ্টা করছেন। অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র' ছবিতে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন।

6 / 8
'ইস্ক বিস্ক রিবাউন্ড' ছবিতে জিব্রানকে কাস্ট করা হয় হৃত্বিক রোশনের তুতো বোন পাশমিনা রোশনের বিপরীতে। সমালোচকেরা বলেন, "জিব্রানের পর্দার উপস্থিতি চমৎকার। তাঁর থেকে চোখই সরানো যায় না।"

'ইস্ক বিস্ক রিবাউন্ড' ছবিতে জিব্রানকে কাস্ট করা হয় হৃত্বিক রোশনের তুতো বোন পাশমিনা রোশনের বিপরীতে। সমালোচকেরা বলেন, "জিব্রানের পর্দার উপস্থিতি চমৎকার। তাঁর থেকে চোখই সরানো যায় না।"

7 / 8
কেবল তাই-ই নয়, জিব্রানকে মন দিয়ে বসে আছেন হাজার-হাজার জেন জ়ি। তাঁর ইনস্টাগ্রামে কয়েক লাখ ফলোয়ার।

কেবল তাই-ই নয়, জিব্রানকে মন দিয়ে বসে আছেন হাজার-হাজার জেন জ়ি। তাঁর ইনস্টাগ্রামে কয়েক লাখ ফলোয়ার।

8 / 8
Follow Us: