Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ঐশ্বর্যই অমিতাভের মৃত্যুর কারণ হবে?’ চোখে আঙুল দিয়ে কোন সত্যি দেখালেন বিগ বি

বছর কয়েক আগে ঐশ্বর্যর বিয়ে সংক্রান্ত এ হেন নানা গুঞ্জনের বিরুদ্ধেই বিস্ফোরক প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছিল শ্বশুরমশাই অমিতাভ বচ্চনকে। রীতিমতো গর্জে উঠেছিলেন তিনি।

'ঐশ্বর্যই অমিতাভের মৃত্যুর কারণ হবে?' চোখে আঙুল দিয়ে কোন সত্যি দেখালেন বিগ বি
Follow Us:
| Updated on: Mar 30, 2025 | 5:00 PM

ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়ে আলোচনার শেষ নেই। শুধু আলোচনাই যে তা নয়, তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও চলছে কাটাছেঁড়া। শোনা যায়, ঐশ্বর্য নাকি মাঙ্গলিক। তাঁর কুষ্ঠিতেই নাকি রয়েছে হাজারও ‘দোষ’। এও শোনা যায় এই দোষ কাটানোর জন্য অভিষেককে বিয়ে করার আগে এক বটগাছের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল ঐশ্বর্যাকে। এত বছর হয়ে গেলেও এ নিয়েও গুঞ্জনের শেষ নেই! বছর কয়েক আগে ঐশ্বর্যর বিয়ে সংক্রান্ত এ হেন নানা গুঞ্জনের বিরুদ্ধেই বিস্ফোরক প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছিল শ্বশুরমশাই অমিতাভ বচ্চনকে। রীতিমতো গর্জে উঠেছিলেন তিনি।

বলেছিলেন, “প্রতিদিনই দেখি নানা ধরনের জল্পনা। ও কী, ও কেমন…ও নাকি যে ঘরে যাবে শ্বশুরমশাই মরে যাবে। না, ঐশ্বর্য আমাদের জন্য আনলাকি নয়, ভাগ্যে যা আছে তাই হবে।” এখানেই না থেমে তিনি আরও লিখেছিলেন, “এ সব লেখা খুবই সহজ। কিন্তু কেউ কি কোনওদিন ভেবেছে এই সব আলোচনার জন্য ও এবং ওর পরিবারের কেমন অনুভূতি হয়? এত দিন হয়ে গেলেও এখনও পর্যন্ত এই সব থামল না। শুধু কি তাই? সব কিছুতেই ঐশ্বর্যকে টেনে আনা হচ্ছে। বিয়েটা আসকে কী? কোনও বিজ্ঞান বা রীতি রেওয়াজ এর ব্যাখ্যা দিতে পারে না। দুই মনের মিলনই হল বিয়ে ব্যস।”

২০০৭ সালে ধুমধাম করে বিয়ে হয় ঐশ্বর্য ও অভিষেকের। তাঁদের এক সন্তান রয়েছে আরাধ্যা রাই বচ্চন। বিগত এক বছর ধরে শোনা যাচ্ছে কিছুই নাকি ঠিক নেই তাঁদের দুই জনের মধ্যে। সম্পর্ক নাকি একেবারেই ভাল নেই। মেয়েকে নিয়ে সব জায়গাতেই একা যেতেই দেখা যাচ্ছে ঐশ্বর্যাকে।