‘যা খুশি হয়ে যেতে পারে’, রেখা-অমিতাভকে নিয়ে ‘বেঁফাস’ প্রযোজক

Dec 18, 2024 | 8:29 PM

Relationship: অমিতাভ বচ্চন বরাবরই এই বিষয়টা এড়িয়ে গিয়েছেন, যদিও তা নিয়ে একাধিকবার মুখ খুলতে দেখা গিয়েছিল রেখাকে। রেখা প্রকাশ্যেই বার বার বুঝিয়ে দিয়ে থাকতেন তাঁর মনে তাক জায়গা।

যা খুশি হয়ে যেতে পারে, রেখা-অমিতাভকে নিয়ে বেঁফাস প্রযোজক

Follow Us

অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের মধ্যে সম্পর্কের সমীকরণের কথা কম বেশি সকলের জানা। তবে রেখা! অমিতাভের জীবন জুড়ে এই একটি নাম বার বার ফিরে ফিরে আসতে দেখা গিয়েছে। কখনও পরকীয়া, কখনও আবার প্রকাশ্যে রেখার সিঁদুর পরা নিয়ে সমস্যা, ঝড়ের গতিতে ভাইরাল হয়েছেন এই জুটি একাধিকবার। বয়সকালে এসেও মিলছে না মুক্তি। অমিতাভ বচ্চন বরাবরই এই বিষয়টা এড়িয়ে গিয়েছেন, যদিও তা নিয়ে একাধিকবার মুখ খুলতে দেখা গিয়েছিল রেখাকে। রেখা প্রকাশ্যেই বার বার বুঝিয়ে দিয়ে থাকতেন তাঁর মনে তাক জায়গা।

যদিও এই জুটির সংসার হয়নি। তবে তাঁদের সম্পর্কের যে সবটাই রটনা এমনটাও নয়। যা রটে, তার কিছু তো বটে? একবার যশ চোপড়াই হাটে হাঁড়ি ভেঙে দিয়েছিলেন। স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন এই জুটি প্রেম করছেন। জানিয়ে দিয়েছিলেন, রেখা তো অমিতাভের প্রেমিকা। যখন যা খুশি হয়ে যেতে পারে। তবে সত্যি কি তাই! না, এমনটা হয়নি। জয়া বচ্চন এমনটা হতে দেননি। তা নিজেই স্বীকার করেছিলেন অমিতাভ বচ্চন। জানিয়েছিলেন, তাঁর সংসারটা টিকে রয়েছে কেবল মাত্র জয়া বচ্চনের জন্যই। জয়া বচ্চনও হাল ছাড়েননি কোনওদিন।

বিটাউনে কান পাতলে শোনা যায়, জয়া বচ্চন নাকি রীতিমত রেখাকে ডিনারে ডেকে জানিয়েছিলেন, তিনি যাই করুক না কেন, অমিতাভ বচ্চনের সম্মান যেন নষ্ট না হয়। শোনা যায়, জয়া বচ্চন সবটা জানার পরও কোনওদিন প্রশ্ন তোলেননি জয়া বচ্চন। উল্টে রেখাকে জানিয়েছিলেন, তাঁর সন্তান রয়েছে, তাঁদের কথা ভেবে যেন রেখা সিদ্ধান্ত নেন।

Next Article