Bachchan Family: কী এমন দোষ করেন অভিষেক? ভরা রাস্তায় এক মহিলা সপাটে চড় মেরে বসেন

Aug 23, 2024 | 11:56 AM

Abhishek Bachchan: প্রতিটা পদে পদে তাঁকে সতর্ক থাকতে হয় তাঁর কোনও পদক্ষেপে ভুল থেকে যাচ্ছে না তো! হয়তো নয়। তবুও ভক্তরা চুলচেরা বিচার করে থাকেন তাঁর অভিনয়গুণকে। প্রকাশ্যে বারে বারে শুনতে হয় তাঁকে বাবার থেকে ঠিক কতটা ভাল বা খারাপ অভিনয় করছেন তিনি।

Bachchan Family: কী এমন দোষ করেন অভিষেক? ভরা রাস্তায় এক মহিলা সপাটে চড় মেরে বসেন

Follow Us

অভিষেক বচ্চন, নেপোটিজমের তকমা থাকা সত্ত্বেও যিনি বারে বারে সমালোচনার মুখে পড়েছেন, এবং নেপোটিজমই যাঁর জীবনে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। কারণ একটাই, তিনি অমিতাভ বচ্চনের পুত্র। যার ফলে প্রতিটা পদে পদে তাঁকে সতর্ক থাকতে হয় তাঁর কোনও পদক্ষেপে ভুল থেকে যাচ্ছে না তো! হয়তো নয়। তবুও ভক্তরা চুলচেরা বিচার করে থাকেন তাঁর অভিনয়গুণকে। প্রকাশ্যে বারে বারে শুনতে হয় তাঁকে বাবার থেকে ঠিক কতটা ভাল বা খারাপ অভিনয় করছেন তিনি।

আর এই প্রতিযোগিতার ভিড়ে বারে বারে নিজের অস্বিস্ত নিয়ে বেজায় সঙ্কটে পড়ছে হয়েছে অভিষেককে। নিজেকে প্রমাণ করতে করতে এক কথায় বোধহয় তিনি ক্লান্ত। একটা সময় বেশ কিছুদিনের বিরতি। তারপর আবারো ফিরলেন কাছে। নিজের মত করে নিজেকে গুছিয়ে নিয়ে বলিউডের একটা জায়গা করে নিয়েছেন ঠিকই, কিন্তু তার থেকে বোধহয় তিনি আরও একটু বেশি নিজেকে এগিয়ে রাখতে পারতেন যদি তিনি বিগ বি-পুত্র না হতেন এটা বহু ফিল্ম সমালোচকের মতামত। আর তাই তাঁর জীবনে জড়িয়ে রয়েছে একাধিক কালো অধ্যায়।

নিজেই পুরোনো স্ট্রাগেলের দিনগুলোর কথা মনে করে তিনি জানিয়েছিলেন, একবার এক মহিলার হাতও কাঁপেনি তাঁকে প্রকাশ্যে চড় মারতে, সাল ২০০২, তখন তিনি শারারাত ছবির স্ক্রিনিং নিয়ে ব্যস্ত, নিজের ছবি কেমন হয়েছে দেখে বেরনোর সময়ই পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলা তাঁর গালে সপাটে একটা চড় মেরে বসেন। দেখে অবাক সকলেই, অবাক খোদ বচ্চনপুত্র। কারণ হিসেবে সেদিন মহিলা জানিয়েছিলেন, অভিষেক বচ্চন তাঁর বাবা ও তাঁর পরিবারের নাম নষ্ট করছে কেবলমাত্র খারাপ অভিনয় করে, এই আক্ষেপ ও অভিজ্ঞতার কথা নিজেই অভিষেক বচ্চন শেয়ার করে নিয়েছিলেন এক সাক্ষাৎকারে। জানিয়েছিলেন, সেই মুহূর্তে তিনি কিছুই বুঝতে পারছিলেন না, ঠিক কী প্রতিক্রিয়া হওয়া উচিত তাঁর। এভাবেই বচ্চন নামটি অভিষেকের কেরিয়ারে আজীবন এক চ্যালেঞ্জের জায়গাই হয়ে রয়ে গিয়েছে।

Next Article