AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রেখাকে মা বলে সম্বোধন? রাতারাতি কেন চর্চায় উঠে আসেন ঐশ্বর্য

উল্লেখ্য, ঐশ্বর্য এবং অভিষেকের সংসার ভাঙার খবরে যে বিগ বি খুবই বিব্রত সে কথা নিজের সমাজমাধ্যমের পাতায় জানিয়েছিলেন তিনি। এত আলোচনা শোনার পর আর নিজের ধৈর্য ধরে রাখতে পারেননি অমিতাভ।

রেখাকে মা বলে সম্বোধন? রাতারাতি কেন চর্চায় উঠে আসেন ঐশ্বর্য
| Edited By: | Updated on: Jul 31, 2025 | 4:49 PM
Share

গত এক বছর ধরে বচ্চন পরিবারের ভাঙন নিয়ে আলোচনা চলেছে। প্রতিদিন ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের সম্পর্ক নিয়ে নতুন নতুন তথ্য সামনে আসতে দেখা গিয়েছিল। সোশ্যাল মিডিয়ার পাতায় চলেছিল জোর জল্পনা চলছে। এত আলোচনার মাঝে প্রাথমিকভাবে মুখে কুলুপ গোটা পরিবারের। এরই মাঝে শোনা গিয়েছিল অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন অভিষেক। তবে এই জল্পনায় তখনও পর্যন্ত কেউ কোনও কথা বলেননি। এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন রাই সুন্দরী, যাঁর সঙ্গে নাম জড়িয়েছিল রেখার।

শাশুড়ি জয়ার সামনেই রেখাকে ‘মা’ বলে সম্বোধন করেছেন ঐশ্বর্য। তা শুধু আড়ালে নয়, একেবারে সবার সামনে। এক সময় মুম্বইয়ের একটি অনুষ্ঠানে পুরস্কৃত হওয়ার পর পরিবারের সকলের সামনে এমনকী সকল দর্শকের সামনে মঞ্চে থেকেই রেখাকে ‘মা’ ডাকেন ঐশ্বর্য। বহুবার রেখা-ঐশ্বর্যর মিষ্টি সম্পর্ক নজর কেড়েছে। অনন্ত অম্বানির বিয়েতেও ঐশ্বর্য এবং রেখার সেই সমীকরণ নজর কাড়ে সকলের।

তবে এরই মধ্যে আরও এক চাঞ্চল্যকর ছবি ধরা পড়ে নায়িকার ফোনে। এই শোনা যাচ্ছে, শ্বশুরবাড়ির সঙ্গে মোটে বনিবনা নেই তাঁর। সেখানেই নায়িকার ওয়ালপেপারে শ্বশুরের ছবি? হ্যাঁ, দেখা যায় ঐশ্বর্যর ওয়ালপেপারে অমিতাভ বচ্চনের ছবি। সঙ্গে অবশ্য রয়েছে তাঁর মেয়ে আরাধ্যা বচ্চনের ছবি। এই মুহূর্তে নায়িকার ওয়ালপেপারের ছবি নেটপাড়ায় ভাইরাল। উল্লেখ্য, ঐশ্বর্য এবং অভিষেকের সংসার ভাঙার খবরে যে বিগ বি খুবই বিব্রত সে কথা নিজের সমাজমাধ্যমের পাতায় জানিয়েছিলেন তিনি। এত আলোচনা শোনার পর আর নিজের ধৈর্য ধরে রাখতে পারেননি অমিতাভ।

এত ধরনের মন্তব্য দেখে খানিকটা বুঝতেই পেরেছেন যে অবস্থা এবার বেগতিক। তাই নিজেই মাঠে নামতে বাধ্য হন বিগ বি। তিনি লেখেন, “বক্তব্যের শেষে একটা করে প্রশ্নচিহ্ন! অভিষেক-ঐশ্বর্যর বিচ্ছেদের চর্চায় নতুন ইন্ধন। পাঠকেরা পড়ছেন এবং দেদার প্রতিক্রিয়াও জানাচ্ছেন। এতে ভুয়ো খবর আরও বেশি করে ছড়াচ্ছে।” বোঝাই যাচ্ছে, পরিবারের সদস্যদের নিয়ে এত ধরনের মন্তব্য আর সহ্য করতে করতে পারেননি অমিতাভ। যদিও পরবর্তীতে বিষয়টি মিটিয়ে নিয়েছিলেন খোদ ঐশ্বর্য।