প্রেম-বিয়ে কিংবা বিচ্ছেদ, একটা বয়সের পর এই অধ্যায়গুলো দিয়ে অধিকাংশ মানুষকেই যেতে হয়। যে তালিকা থেকে বাদ পড়েননি বলিউডের একদা প্লেবয় অক্ষয় কুমারও। ভালবেসে মন দিয়েচিলেন তিনি অনেকেই। অনেকের সঙ্গে তিনি হয়েছিলেন ঘনিষ্ট। তবে ভাগ্যে লেখা ছিল অন্য কারও নাম। তিনি হলেন টুইঙ্কেল খান্না। একবার খোদ অক্ষয় কুমার নিজেই জানিয়েছিলেন, যাঁর ছবি দেখে বড় হয়েছিলেন তিনি, বিশ্বাসই করতে পারেননি, যে একটা সময় তিনি তাঁরই জামাই হবেন। তা যখন সত্যি হয়, তিনি রীতিমত অবাক হয়েছিলেন। নিজের ভাগ্যকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না। বর্তমানে তাঁরা চুটিয়ে সংসার করছেন।
কেরিয়ারের এক্কেবারে শুরুতে মাত্র কয়েকটি হিন্দি ছবিতে অভিনয় করে ক্ষান্ত হয়েছিলেন বলিউডের প্রাক্তন অভিনেত্রী টুইঙ্কল খান্না। ঘটনাচক্রে তিনি তারকা সন্তানও। সুপারস্টার রাজেশ খান্না এবং প্রতিভাময়ী অভিনেত্রী ডিম্পল কাপাডিয়ার কন্যা তিনি। অভিনয় ছেড়েছেন। পুরোদস্তুর বই লিখছেন এখন। কিছুদিন আগে ডিগ্রিও পেয়েছেন একটি বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে। বলিউড, স্বামী, পিতামাতার পরিচয় থেকে বেরিয়ে লেখিকা হিসেবে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন টুইঙ্কল। বেশ সুখের সংসার তাঁদের।
অক্ষয় কুমার যদিও ব্যক্তি জীবন নিয়ে স্পষ্ট জানিয়ে ছিলেন, যে তিনি একটা সময় অনেক সম্পর্কে জড়িয়েছিলেন, ২ থেকে ৩ বার তাঁর মনও ভেঙেছিল। তবে টুইঙ্কেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে তিনি সংসার পেতেছিলেন। তবে থেকে অক্ষয় কুমারের জীবন নিয়ে বেজায় সচেতন। কাজ শেষ হলেই তিনি বাড়িতে ছোটেন। পরিবারকে সময় দেন। অক্ষয় কুমারের কথায় সেটাই তাঁর কাছে আনন্দের। সেটাই সব থেকে বড় পাওয়া।