দেবলীনা দত্ত, টেলিভিশন থেকে শুরু করে বড়পর্দা, একের পর এক ভাল কাজ দর্শকদরে উপহার দিয়েছেন তিনি। কখনও সামনে উঠে আসতে দেখা গিয়েছে তাঁর চরিত্রের দাপট, কখনও আবার চর্চায় তাঁর ব্যক্তিজীবনে সম্পর্কের সমীকরণ। সবটা নিয়েই দেবলীনা বারবার স্পষ্ট প্রশ্নের জবাব দিতেই বেশি পছন্দ করেছেন। দেবলীনা টলিউডের অন্দরমহলকে খুব কাছ থেকে দেখেছেন। একের পর এক ছবিতে কাস্ট হওয়ার পরেও বাদ পড়েছেন, কখনও প্রশ্ন করেছেন, কখনও আবার মেনে নিয়েছেন। তবে অকপটে স্বীকার করে নিতে দুবার ভাবেননি যে এই ইন্ডাস্ট্রির অন্দরমহলেও কাস্টিং কাউচ রয়েছে। যেখানে প্রকাশ্যে দাঁড়িয়ে তিনি জানিয়ে দিতে দ্বিধা বোধ করেন না, ঠিক কোন কোন পরিস্থিতির স্বীকার তিনি হয়েছেন।
একবার অপুর সংসার রিয়্যালিটি শোয়ে এসে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, টলিউডের অন্দরমহলে কোন ছবি তিনি দেখেছেন। দিনের পর তিনি কাজ হারিয়েছেন। কেন, প্রশ্ন তুলছেন খুব সহজেই। শেষ মুহূর্তে এসে প্রজেক্ট হাতছাড়া। সমস্ত কথা এগিয়ে যাওয়ার পর এমনটা হয় কীভাবে? শাশ্বত চট্টোপাধ্যায়ের চোখে এদিন চোখ রেখে সওয়াল করতে দেখা গিয়েছিল দেবলীনাকে।
তিনি বলেছিলেন, ‘আমার রিপ্লেসমেন্ট এতবার হয়েছে, যে আমার এই শোয়ে বসে কাস্টিং কাউচ আছে, এটা বলতে কোনও অসুবিধে নেই। এবং আমি অদ্ভুতভাবে দেখেছি, একই কাস্টিং পরপর ১২ টা ছবিতে, আলাদা আলাদা চরিত্র, কী করে ১২ ভিন্ন রকমের চরিত্র, একই মানুষকে ফিট করতে পারে? লজিকালি আমায় বোঝাও, যদি না ফ্রাঞ্চাইজি থাকে, এটা সম্ভব নয় তো? কাজে অবশ্যই কাস্টিং কাউচ রয়েছে, এতবার ফাইনাল হয়েছে, এতবার তা ক্যানসেল হয়েছে, শেষ মুহূর্তে রিপ্লেস হয়ে গিয়েছে, আমার খারাপ লেগেছে।’ এখন লড়াই জারি দেবলীনার। ভাল কাজ, ভাল চরিত্রের জন্য আজও মুখিয়ে থাকেন তিনি।