ইন্দ্রাণীর ঠিকানা কি বৃদ্ধাশ্রম, এই বয়সেই কেন এ কথা বললেন অভিনেত্রী?

May 13, 2024 | 5:26 PM

Mothers Day: ইন্দ্রাণী হালদার সন্তান নেননি। তবে তাঁর শেষ বয়সের পরিকল্পনা কী? রাখ ঢাক না করেই অগুনতি দর্শকের সামনে বলে দিলেন, তিনি শেষ জীবনে ঠিক কী করার পরিকল্পনা করেছেন। 

ইন্দ্রাণীর ঠিকানা কি বৃদ্ধাশ্রম, এই বয়সেই কেন এ কথা বললেন অভিনেত্রী?

Follow Us

ইন্দ্রাণী হালদার। কেরিয়াকরে অন্যতম সফল অভিনেত্রী। একের পর এক ভাল চরিত্র দর্শকদের উপহার দিয়েছেন তিনি। চুটিয়ে কাজ করেছেন ক্যামেরার সামনে। একের পর এক চরিত্রে ছক্কা হাঁকিয়েছেন, পূরণ করেছেন জীবনের অনেক স্বপ্নই। তবুও তাঁকে ভাবায় ভবিষ্যত, বয়স হলে কে দেখবে? তিনি তো নিঃসন্তান। অনেকেই আছেন মনে করেন, শেষ বয়সের ভরসা হতে পারে সন্তান, যাঁর হাত ধরে বার্ধক্যের জার্নি অনেকটা সহজ হয়ে যায়। কেউ কেউ আবার মনে করেন, একাকী জীবনেই তিনি ভাল আছেন। ইন্দ্রাণী হালদার সন্তান নেননি। তবে তাঁর শেষ বয়সের পরিকল্পনা কী? রাখ ঢাক না করেই অগুনতি দর্শকের সামনে বলে দিলেন, তিনি শেষ জীবনে ঠিক কী করার পরিকল্পনা করেছেন।

এক অনুষ্ঠানের মঞ্চ থেকে ইন্দ্রাণী হালদারের বলেছিলেন, ”আমি তো রাজনীতিবিদ নই, সাধারণ অভিনেত্রী একজন। নিজের ক্ষমতায় যতটুকু পারি করি। আমি একটা বৃদ্ধাশ্রম করব। এটা আমার ইচ্ছে জীবনের। করব তার কারণ আমার তো ছেলে মেয়ে নেই, আমাকে কে দেখবে? ওখানে আমি যতদিন বাঁচব থাকব, আরও যাঁরা থাকবেন, তাঁরা সকলেই বিনামূল্যে থাকবেন। কোনও পয়সা নেওয়া হবে না। আমিও থাকব, একদিন তো আমিও বৃদ্ধা হয়ে যাব। অনাথ আশ্রম করব না অনেক আছে। সারা পশ্চিমবঙ্গ থেকে ভারতে অনেকেই এই বিষয় উদ্যোগ নিয়েছেন। এটা আমার ইচ্ছেস জানি না করে উঠতে পারব কি না, তবে আজ পর্যন্ত, যত ইচ্ছে ছিল, সবটা করতে পেরেছি জগন্নাথের ইচ্ছায়। অনেকেই জানেন আমি জগন্নাথের খুব ভক্ত।” বর্তমানে তিনি অভিনয় জগতে খুব বাছাই করে কাজ করছেন তিনি। তবে মনের ইচ্ছেপূরণের কথা ভোলেননি। নিজে শুধু একা নয়, শত শত একা নারীদের কথা তিনি ভেবেছেন। ভেবেছেন তাঁদের আশ্রয় দেওয়ার কথা।

Next Article