অমিতাভ কোনওদিনও ঐশ্বর্যকে বউমার চোখে দেখেননি, এ কী বলেন জয়া

Jan 07, 2025 | 7:24 PM

অনেকদিন থেকেই রটেছে, অভিষেক বচ্চনের সঙ্গে নাকি বিয়েটা ভাঙছে ঐশ্বর্য রাই বচ্চনের। যদিও তা নিয়ে মুখ খোলেননি ঐশ্বর্য ও বচ্চন পরিবারের কেউই। এরই মাঝে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটপাড়ায়। তাতে জয়া বচ্চনকে বলতে শোনা যাচ্ছে, অমিভাভ নাকি ঐশ্বর্যকে কোনওদিনই বউমার নজরে দেখেননি। তা হলে? বচ্চন পরিবারের কোন সত্য সামনে তুলে ধরলেন জয়া? ‘কফি উইথ করণ’-এ […]

অমিতাভ কোনওদিনও ঐশ্বর্যকে বউমার চোখে দেখেননি, এ কী বলেন জয়া

Follow Us

অনেকদিন থেকেই রটেছে, অভিষেক বচ্চনের সঙ্গে নাকি বিয়েটা ভাঙছে ঐশ্বর্য রাই বচ্চনের। যদিও তা নিয়ে মুখ খোলেননি ঐশ্বর্য ও বচ্চন পরিবারের কেউই। এরই মাঝে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটপাড়ায়। তাতে জয়া বচ্চনকে বলতে শোনা যাচ্ছে, অমিভাভ নাকি ঐশ্বর্যকে কোনওদিনই বউমার নজরে দেখেননি। তা হলে? বচ্চন পরিবারের কোন সত্য সামনে তুলে ধরলেন জয়া?

‘কফি উইথ করণ’-এ এসে সত্য জানিয়েছিলেন জয়া। তিনি বলেছিলেন যে, কন্যা শ্বেতার অনেক অল্প বয়সে বিয়ে হয়। মেয়েকে চোখে হারাতেন অমিতাভ। তাঁর বিয়ের পর বাড়িটা এক্কেবারে শূন্য হয়ে গিয়েছিল। মেয়ের অভাব অনুভব করতেন অমিতাভ। জয়া বলেন, “২০০৭ সালের ২০ এপ্রিল মাসে আমার ছেলের সঙ্গে ঐশ্বর্যর বিয়ে হয়। ওঁ আমাদের বাড়িতে নতুন বউ হয়ে আসে। বাড়িটা পাল্টে যায়। কন্যার অভাব মিটে যায় আমাদের। আমার স্বামী কোনওদিনও ঐশ্বর্যকে বউমার চোখে দেখেননি। তাঁর কাছে শ্বেতা যেমন কন্যা, ঐশ্বর্যও তেমনই।”

‘মহব্বতেঁ’ ছবিতে বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ-ঐশ্বর্য। পুত্রবধূকে চিরকালই কন্যার জায়গা দিয়ে এসেছেন অমিতাভ। জানান তাঁর জায়া জয়াই!

 

Next Article