‘নিজের মেয়ে নয়…’, ঐশ্বর্যকে নিয়ে প্রশ্ন করতেই জবাব জয়ার

Jan 02, 2025 | 5:48 PM

Jaya Bachchan: ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের মধ্যে নাকি কিছুই ঠিক নেই। এই সবের মাঝেই ভাইরাল হয়েছে একাধিক ভিডিয়ো। তারই মধ্যে একটায় ঐশ্বর্যের মায়ের প্রসঙ্গ টেনে যা বলেছিলেন জয়া বচ্চন তা শুনে রীতিমতো রেগে গিয়েছেন অ্যাশ-ভক্তরা। তাঁদের একটাই বক্তব্য, “এমনটা বললেন কী করে?”

নিজের মেয়ে নয়..., ঐশ্বর্যকে নিয়ে প্রশ্ন করতেই জবাব জয়ার

Follow Us

জয়া বচ্চনকে নিয়ে আলোচনার শেষ নেই। বলিপাড়ায় তাঁর ‘ইমেজ’ নিয়ে নানা কথা। তিনি নাকি বদমেজাজি– এই বদনামও রয়েছে তাঁর। এই মুহূর্তে বচ্চন পরিবারে ভাঙনের গুঞ্জন। অনেকদিন ধরেই রটনা ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের মধ্যে নাকি কিছুই ঠিক নেই। এই সবের মাঝেই ভাইরাল হয়েছে একাধিক ভিডিয়ো। তারই মধ্যে একটায় ঐশ্বর্যের মায়ের প্রসঙ্গ টেনে যা বলেছিলেন জয়া বচ্চন তা শুনে রীতিমতো রেগে গিয়েছেন অ্যাশ-ভক্তরা। তাঁদের একটাই বক্তব্য, “এমনটা বললেন কী করে?”

দুই সন্তান শ্বেতা ও অভিষেকের ব্যাপারে বরাবরই কড়া জয়া বচ্চন। বাড়িতে কোন কাজ কীভাবে হবে সে সবই ঠিক করেন তিনি। বৌমা ঐশ্বর্যর ক্ষেত্রেও কি হিসেবটা ওই একইরকম? ঠিক এরকমই কড়া তিনি? প্রশ্ন করা হয়েছিল তাঁকে। জয়ার সাফ উত্তর, “কড়া? না আমি কড়া নই। ওর ক্ষেত্রে কড়া কেন হব? ও আমার বৌমা। নিজের মেয়ে নয়। আমি নিশ্চিত ওর মা ওই কাজ ভালভাবেই করেছেন।” জয়ার এই মন্তব্যের পর সমালোচনার ঝড়। নেটিজেনদের একযোগে অনুযোগ, “বৌমাকে নিজের মেয়ে ভাবতে পারেন না! এত বিদ্বেষ কেন?”

প্রসঙ্গত, ঐশ্বর্যা ও অভিষেকের বিচ্ছেদের খবর যখন তুঙ্গে তখন এই নিয়ে নিয়ে কিছুদিন আগেই মুখ খুলেছেন অভিষেক। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আদপে ঘর ভাঙছে না তাঁদের। তাঁর দাবি যা রটেছে সে সবই রটনা ছাড়া আদপে কিছুই নয়। সব ঠিকই আছে, ভাল আছেন তাঁরা।

Next Article