জিতেন্দ্রর মুখে কোন কথা শুনে লজ্জায় লাল হয়ে যান হেমা?
এক সাক্ষাৎকারে সেই ঘটনার কথা উল্লেখ করে হেমা মালিনীর সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎ-এর কথা শেয়ার করালেন জিতেন্দ্র। সেই ঘটনা শুনে লজ্জা পেলেন ড্রিম গার্ল হেমা মালিনী। কী সেই ঘটনা নিজেই জানালেন জিতেন্দ্র।

হেমা মালিনী ও জিতেন্দ্র জুটির বহু ছবি সুপারহিট হয়েছে। বহু দশক ধরে দর্শকদের মনে এই জুটির কাজ প্রশংসা পেয়েছে। তবে এই জুটির কাজ শুরু হওয়ার আগে হেমা মালিনীর সঙ্গে প্রথম যে ছবি করার কথা ছিল নায়কের, রাতারাতি সেই ছবি থেকে বাদ পড়েছিলেন সুপারস্টার জিতেন্দ্র। এক সাক্ষাৎকারে সেই ঘটনার কথা উল্লেখ করে হেমা মালিনীর সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎ-এর কথা শেয়ার করালেন জিতেন্দ্র। সেই ঘটনা শুনে লজ্জা পেলেন ড্রিম গার্ল হেমা মালিনী। কী সেই ঘটনা নিজেই জানালেন জিতেন্দ্র।
অভিনেতার কথায় পরিচালক প্রযোজক সুবোধ মুখোপাধ্যায় হেমা মালিনী ও তাঁকে নিয়ে একটি ছবি পরিকল্পনা করেন, ছবিটির নাম ছিল ‘অভিনেত্রী’। সেই সময় ড্রিম গার্ল হেমা মালিনীর সঙ্গে কাজ করায় এতো উৎসাহিত ছিলেন জিতেন্দ্র, যে পরিচালক তাঁকে যা-যা করতে বলেছিলেন, সেটাই করেছিলেন। তখন তাঁর সঙ্গে হেমা মালিনীর পরিচয়ও ছিল না। তবু তিনি সুবোধ মুখোপাধ্যায়ের কথায় মুম্বইয়ের খারের একটি হোটেল থেকে হেমা মালিনীকে গাড়িতে করে সুবোধ মুখোপাধ্যায়ের বাড়ি নিয়ে আসেন। তবে ছবির গল্প শোনার পর হেমা মালিনী শুটের জন্য যে ডেট দিচ্ছিলেন, তাঁর সঙ্গে জিতেন্দ্রর অন্য একটি ছবির শুটিংয়ের ডেট ক্ল্যাস করছিল।
সেই সময় পরিচালক এল.ভি প্রসাদের সঙ্গে জিতেন্দ্রর একটি ছবি করার কথা ছিল। ছবির নাম ‘জিনে কি রাহ’। তখন জিতেন্দ্র ড্রিম গার্লের সঙ্গে কাজ করার উৎসাহে এল ভি প্রসাদকে অনুরোধ করেন, তাঁর ছবি তিনি করতে পারবেন না। কারণ ড্রিম গার্লের সঙ্গে তাঁর কাজের সুযোগ আসছে। পরিচালক তাঁকে আর ধরে রাখেননি। এরপর সুবোধ মুখোপাধ্যায়কে জিতেন্দ্র জানান, তিনি আগের ছবিটি ছেড়ে দিয়েছেন হেমা মালিনীর সঙ্গে কাজ করতে চান বলে।
এরপর কয়েক দিন আর কেউ জিতেন্দ্রর সঙ্গে যোগাযোগ করেনি, তবে ঠিক ছয় দিনের মাথায় , খবরের কাগজে জিতেন্দ্র আবিষ্কার করেন, হেমা মালিনীর সঙ্গে শশী কাপুরকে নিয়ে সুবোধ মুখোপাধ্যায় ছবিটি ঘোষণা করেছেন। তাঁকে কিছুই জানানো হয়নি। এদিকে হেমা মালিনীর সঙ্গে কাজ করবেন বলে, জিতেন্দ্র তাঁর অন্য ছবিটি ছেড়ে দেন। খুব মন ভেঙে যায় তাঁর, এরপর আবার তিনি পরিচালক এলভি প্রসাদের কাছে যোগাযোগ করে সব ঘটনা বলেন, তখন এল ভি প্রসাদ আবার জিতেন্দ্রকে নিয়েই ছবি করেন,’ জিনে কি রাহ’। আর হেমা মালিনীর অভিনেত্রী ও জিতেন্দ্রর ছবি এক সঙ্গে মুক্তি পেয়েছিল। যদিও এই সব বিষয়ে হেমা মালিনী কিছুই জানতেন না, তবে জিতেন্দ্রর মুখে পুরানো এই গল্প শুনে খুব লজ্জিত হয়েছিলেন।
যদিও এর পর বহু হিট ছবি এই জুটির দেখা যায়। ‘কিনারা’, ‘খুশবু’, ‘গ্যাহরি চাল’, ‘মেরি আওয়াজ শুনো’ , তালিকা দীর্ঘ।
